BCCI-এর নির্দেশে বাদ পড়েছেন KKR থেকে! এবার মুখ খুললেন মুস্তাফিজুর, স্পষ্ট জানালেন…

Published on:

Published on:

Kolkata Knight Riders released Mustafizur Rahman.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমান বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ইতিমধ্যেই BCCI-এর নির্দেশ মেনে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। অর্থাৎ, তাঁকে আর IPL ২০২৬-এ খেলতে দেখা যাবে না। এই আবহে এবার মুখ খুললেন। মুস্তাফিজুর। উল্লেখ্য যে, BCCI সচিব দেবজিৎ সাইকিয়া এর আগেই জানিয়েছিলেন যে, মুস্তাফিজুরকে রিলিজ করার জন্য KKR-কে নির্দেশ দেওয়া হয়েছে।

মুস্তাফিজুরকে রিলিজ করেছে KKR (Kolkata Knight Riders):

মুস্তাফিজুর রহমান কী জানিয়েছেন: বিডিক্রিকটাইমের সঙ্গে কথা বলতে গিয়ে মুস্তাফিজুর জানান, ‘যদি তারা আমাকে রিলিজ করে দেয়, তাহলে আমি কী করতে পারি?’ আরও জানা গেছে যে মুস্তাফিজুর এই সিদ্ধান্তে অত্যন্ত হতাশ হয়েছেন। উল্লেখ্য যে, ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশে সম্প্রতি হিন্দুদের ওপর চলা অত্যাচারের আবহে মুস্তাফিজুরকে IPL থেকে বাদ দেওয়ার ডাক উঠেছিল। এমতাবস্থায়, সমালোচনার সম্মুখীন হয় KKR। এমনকি, শাহরুখ খানও সমালোচনার হাত থেকে রেহাই পাননি। তবে, শেষ পর্যন্ত KKR মুস্তাফিজুর কে রিলিজ করেছে।

Kolkata Knight Riders released Mustafizur Rahman.

ইতিমধ্যেই KKR জানিয়েছে যে BCCI-এর নির্দেশ মেনে IPL-এর আসন্ন মরশুমের আগে মুস্তাফিজুর রহমানের রিলিজ করার প্রসঙ্গে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শের পর ওই খেলোয়াড়কে রিলিজ করা হয়েছে।

আরও পড়ুন: ৬ মাসেই ১৬০ শতাংশের বেশি রিটার্ন! ৫ ভাগে বিভক্ত হচ্ছে এই স্টক, সামনে এল রেকর্ড ডেট

জানিয়ে রাখি যে, ২০২৬-এর IPL-এর আগে মিনি নিলামে এই বাংলাদেশি বোলারকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলি তুমুল আগ্রহ প্রকাশ করেছিল। দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পর কেকেআর ৯.২ কোটি টাকায় মুস্তাফিজুরকে কিনে নেয়। নিলামে তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তবে, ৯.২ কোটি টাকার বিরাট মূল্যের ওপর ভর করে মুস্তাফিজুর IPL-এ বাংলাদেশের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছিলেন।

আরও পড়ুন: ঋণ নিয়ে চলছে দেশ! অথচ ভারতকে টক্কর দিতে আটারি-ওয়াঘা সীমান্তে যা করল ‘কাঙাল’ পাকিস্তান

কী জানিয়েছেন দেবজিৎ সাইকিয়া: ইতিমধ্যেই BCCI সচিব দেবজিৎ সাইকিয়া এই প্রসঙ্গে জানান যে, ‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে, BCCI একটি সিদ্ধান্ত নিয়েছে এবং KKR-এর কর্মকর্তাদের বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে তাঁদের দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। যদি KKR রিপ্লেসমেন্টের জন্য আমাদের কাছে অনুরোধ করে, সেক্ষেত্রে IPL-এর শর্তাবলি অনুসারে BCCI সিদ্ধান্ত নেবে।