পরপর দুই ম্যাচ জিতেও খারাপ খবর! নয়া আতঙ্কে ভুগছে KKR, বাদ পড়তে পারেন বিধ্বংসী প্লেয়ার

বাংলা হান্ট ডেস্ক : গতকাল ছিল IPL 2024 এর বেশ গুরুত্বপূর্ন ম্যাচ। খেলা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। আর এই ম্যাচে RCB এর বিরুদ্ধে বেশ সহজ জয় পায় KKR। প্রথমে হায়দ্রাবাদ এবং তারপর বেঙ্গালুরু, পর পর দুই ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্স করে বেশ চনমনে নাইট রাইডার্সরা।

এবছর আইপিএলের শুরুটা দারুণ চলছে কলকাতার, পরপর দুই ম্যাচে জয় পেলেও সমস্যা দেখা গিয়েছে এক জায়গায়। দলের তারকা ব্যটারের পিঠে আঘাত লেগেছে। ঘটনাটি গতকালই ঘটেছে। চোট পেয়েছেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। RCB এর বিরুদ্ধে কলকাতাকে জেতাতে গুরুত্বপূর্ন অবদান রয়েছে তার।

ভেঙ্কটেশ হাফ সেঞ্চুরি করেন ম্যাচে। কিন্তু সমস্যা দেখা যায় তার পিঠে। আসলে হয়েছে কি, ১০.৫ নাম্বার ওভারে আলজারী জোসেফের বলে পুল শট খেলেন তিনি। আর তখনই পিঠে চোট আসে। ফিজিও এলেও বেশ কাতর অবস্থায় দেখা যায় ভেঙ্কটেশকে। যদিও এর বেশ কিছুক্ষণ পর কিছুটা হলেও সুস্থ দেখা যায় ভেঙ্কিকে।

আরও পড়ুন : ওলটপালট তালিকা! ব্যাঙ্গালুরুকে হারিয়ে পয়েন্ট টেবিলে বড় লাফ KKR-র, কে কোথায়?

kolkata knight riders 6

চোট পেলেও দলকে উইনিং পারফরম্যান্স দিয়ে যান ভেঙ্কটেশ আইয়ার। ম্যাচ শেষে তার চোট সম্পর্কে ভেঙ্কটেশ বলেন যে, পিঠে হাল্কা টান অনুভব করেন তিনি। এই মুহূর্তে স্ক্যান করানোর প্রয়োজন রয়েছে। একবার স্ক্যান করা হলে তারপরই পুরো পরিস্থিতি সম্পর্কে বোঝা যাবে। তবে KKR জানিয়ে দিয়েছে, খুব চিন্তার কিছু নেই আপাতত।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর