২৩.৭৫ কোটির ভেঙ্কটেশকে আর দেখা যাবে না KKR-এ? কোন দলে নেবেন “এন্ট্রি”? মিলল আপডেট

Published on:

Published on:

Kolkata Knight Riders Venkatesh Iyer Update.

বাংলা হান্ট ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার IPL ২০২৫-এ ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ ছিলেন। এমতাবস্থায়, তিনি পরবর্তী মরশুমে ওই দল থেকে বেরিয়ে যেতে পারেন। ২০২৫ সালের IPL-এর নিলামে ভেঙ্কটেশকে কেকেআর ২৩.৭৫ কোটি টাকায় কিনেছিল। কিন্তু তাঁর ব্যাট আদৌ নজর কাড়তে পারেনি। এখন খবর আসছে যে KKR-এর এই অলরাউন্ডারকে ২০২৬ সালের IPL-এ অন্য দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। তবে, এই বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। এদিকে, কাব্য মারানের দল সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষাণ সম্পর্কেও বড় আপডেট সামনে এসেছে।

KKR (Kolkata Knight Riders) থাকবেন না ভেঙ্কটেশ আইয়ার?

বাদ পড়তে পারেন ভেঙ্কটেশ আইয়ার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, IPL-এর নিলামে, KKR (Kolkata Knight Riders) ২৩.৭৫ কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে তাদের দলে অন্তর্ভুক্ত করে। তিনি ২০২৫ সালের IPL-এর চতুর্থ সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন। কিন্তু, তাঁর পারফরম্যান্স ছিল অত্যন্ত খারাপ। ওই মরশুমে তিনি KKR-এর হয়ে ১১ টি ম্যাচ খেলেছেন। ৭ টি ইনিংসে এই অলরাউন্ডার মাত্র ২০.২৮ এভারেজে করেছেন ১৪২ রান। এর মধ্যে ১ টি হাফ-সেঞ্চুরিও ছিল। এদিকে, তাঁর স্ট্রাইক রেট ছিল ১৩৯.২১। এই মরশুমে তিনি বোলিং করার সুযোগ পাননি।

Kolkata Knight Riders Venkatesh Iyer Update.

প্রসঙ্গত উল্লেখ্য যে, ভেঙ্কটেশ আইয়ার ২০২১ সাল থেকে KKR (Kolkata Knight Riders)-এর অংশ। এখন খবর আসছে যে, কাব্য মারানের দল SRH তাঁকে অন্তর্ভুক্ত করার আগ্রহ দেখিয়েছে। এমতাবস্থায়, ভেঙ্কটেশ আইয়ারকে ঈশান কিষাণের জায়গায় সানরাইজার্স হায়দ্রাবাদে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এদিকে, ২০২৫- এর মরশুমে একটি সেঞ্চুরি করলেও ঈশান কিষাণও তেমন নজর কাড়তে পারেননি।

আরও পড়ুন: কেদারনাথ ধামে করতেন খচ্চর চালকের কাজ! সেই যুবকই এবার পড়বেন IIT-তে, চমকে দেবে অতুলের কাহিনি

ইশান কিষাণ SRH থেকে বেরিয়ে আসতে পারেন: এই মরশুমে, SRH-এর উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিষাণকে ১১.২৫ কোটি টাকায় তাদের দলে অন্তর্ভুক্ত করে। প্রথম ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি করে তিনি আইপিএল ২০২৫-এর দারুণ শুরু করেছিলেন। কিন্তু এরপর তাঁর ব্যাট থেকে মাত্র ১ টি হাফ-সেঞ্চুরি আসে।

আরও পড়ুন: একী কাণ্ড! পাকিস্তানে সফর করতে চলেছেন ট্রাম্প? সামনে এল বড় আপডেট

ইশান কিষাণ ২০২৫-এর IPL-এ তাঁর দলের হয়ে ১৪ টি ম্যাচ খেলে ১৩ টি ইনিংসে ৩৫.৪০ এভারেজে ৩৫৪ রান করেন। এর মধ্যে ১ টি সেঞ্চুরি এবং ১ টি হাফ-সেঞ্চুরি অন্তর্ভুক্ত ছিল। এমতাবস্থায়, তাঁর পারফরম্যান্স দেখে সানরাইজার্স হায়দ্রাবাদ তাঁকে দল থেকে বাদ দেওয়ার কথা ভাবছে এবং তাঁর পরিবর্তে ভেঙ্কটেশ আইয়ারকে অন্তর্ভুক্ত করার খবর রয়েছে।