বাংলা হান্ট ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার IPL ২০২৫-এ ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ ছিলেন। এমতাবস্থায়, তিনি পরবর্তী মরশুমে ওই দল থেকে বেরিয়ে যেতে পারেন। ২০২৫ সালের IPL-এর নিলামে ভেঙ্কটেশকে কেকেআর ২৩.৭৫ কোটি টাকায় কিনেছিল। কিন্তু তাঁর ব্যাট আদৌ নজর কাড়তে পারেনি। এখন খবর আসছে যে KKR-এর এই অলরাউন্ডারকে ২০২৬ সালের IPL-এ অন্য দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। তবে, এই বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। এদিকে, কাব্য মারানের দল সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষাণ সম্পর্কেও বড় আপডেট সামনে এসেছে।
KKR (Kolkata Knight Riders) থাকবেন না ভেঙ্কটেশ আইয়ার?
বাদ পড়তে পারেন ভেঙ্কটেশ আইয়ার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, IPL-এর নিলামে, KKR (Kolkata Knight Riders) ২৩.৭৫ কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে তাদের দলে অন্তর্ভুক্ত করে। তিনি ২০২৫ সালের IPL-এর চতুর্থ সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন। কিন্তু, তাঁর পারফরম্যান্স ছিল অত্যন্ত খারাপ। ওই মরশুমে তিনি KKR-এর হয়ে ১১ টি ম্যাচ খেলেছেন। ৭ টি ইনিংসে এই অলরাউন্ডার মাত্র ২০.২৮ এভারেজে করেছেন ১৪২ রান। এর মধ্যে ১ টি হাফ-সেঞ্চুরিও ছিল। এদিকে, তাঁর স্ট্রাইক রেট ছিল ১৩৯.২১। এই মরশুমে তিনি বোলিং করার সুযোগ পাননি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ভেঙ্কটেশ আইয়ার ২০২১ সাল থেকে KKR (Kolkata Knight Riders)-এর অংশ। এখন খবর আসছে যে, কাব্য মারানের দল SRH তাঁকে অন্তর্ভুক্ত করার আগ্রহ দেখিয়েছে। এমতাবস্থায়, ভেঙ্কটেশ আইয়ারকে ঈশান কিষাণের জায়গায় সানরাইজার্স হায়দ্রাবাদে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এদিকে, ২০২৫- এর মরশুমে একটি সেঞ্চুরি করলেও ঈশান কিষাণও তেমন নজর কাড়তে পারেননি।
আরও পড়ুন: কেদারনাথ ধামে করতেন খচ্চর চালকের কাজ! সেই যুবকই এবার পড়বেন IIT-তে, চমকে দেবে অতুলের কাহিনি
ইশান কিষাণ SRH থেকে বেরিয়ে আসতে পারেন: এই মরশুমে, SRH-এর উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিষাণকে ১১.২৫ কোটি টাকায় তাদের দলে অন্তর্ভুক্ত করে। প্রথম ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি করে তিনি আইপিএল ২০২৫-এর দারুণ শুরু করেছিলেন। কিন্তু এরপর তাঁর ব্যাট থেকে মাত্র ১ টি হাফ-সেঞ্চুরি আসে।
আরও পড়ুন: একী কাণ্ড! পাকিস্তানে সফর করতে চলেছেন ট্রাম্প? সামনে এল বড় আপডেট
ইশান কিষাণ ২০২৫-এর IPL-এ তাঁর দলের হয়ে ১৪ টি ম্যাচ খেলে ১৩ টি ইনিংসে ৩৫.৪০ এভারেজে ৩৫৪ রান করেন। এর মধ্যে ১ টি সেঞ্চুরি এবং ১ টি হাফ-সেঞ্চুরি অন্তর্ভুক্ত ছিল। এমতাবস্থায়, তাঁর পারফরম্যান্স দেখে সানরাইজার্স হায়দ্রাবাদ তাঁকে দল থেকে বাদ দেওয়ার কথা ভাবছে এবং তাঁর পরিবর্তে ভেঙ্কটেশ আইয়ারকে অন্তর্ভুক্ত করার খবর রয়েছে।