বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই জমে উঠেছে চলতি বছরের IPL। এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই হয়ে উঠেছে উত্তেজক। এদিকে, আজ IPL ২০২৫-এর ২৫ তম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিকিয়ামে সম্পন্ন হবে এই ম্যাচ। CSK বনাম KKR-এর এই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে ৭ টা বেজে ৩০ মিনিটে।
মুখোমুখি হতে চলেছে CSK ও KKR (Kolkata Knight Riders):
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, চেন্নাইয়ের সমর্থকরা আজকের এই ম্যাচের জন্য বিশেষভাবে উত্তেজিত। কারণ মহেন্দ্র সিং ধোনি ফের দলের নেতৃত্ব দেবেন। আসলে চোটের কারণে CSK-র অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এমন পরিস্থিতিতে, CSK এমএস ধোনির হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছে।
এমতাবস্থায়, মাহির অধিনায়কত্বে, CSK-র ভক্তরা দলের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করবে। কারণ এখনও পর্যন্ত এই টুর্নামেন্ট চেন্নাইয়ের জন্য ভালো যায়নি। যদি আমরা IPL-২০২৫ এর পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, ৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস বর্তমানে নবম স্থানে রয়েছে। CSK এখনও পর্যন্ত খেলা ৫ টি ম্যাচের মধ্যে মাত্র ১।টিতে জিতেছে। যেখানে শেষ ৪ টি ম্যাচে তারা টানা পরাজয়ের মুখোমুখি হয়েছে। তবে, অনুমান করা হচ্ছে যে অধিনায়ক পরিবর্তনের সাথে সাথে CSK-র ভাগ্য এবার হয়তো বদলে যাবে।
আরও পড়ুন: নীরব থেকেই “মহাবিপদ” কাটিয়ে উঠল ভারত! গর্জে উঠে চরম সঙ্কটে চিন, বড় পদক্ষেপ নিলেন ট্রাম্প
CSK বনাম KKR-এর হেড টু হেড রেকর্ড: প্রসঙ্গত উল্লেখ্য যে, যদি আমরা চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের হেড টু হেড রেকর্ডের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, এখনও পর্যন্ত এই দুই দলের মধ্যে মোট ৩০ টি ম্যাচ সম্পন্ন হয়েছে। যার মধ্যে CSK ১৯ টি ম্যাচে জয়লাভ করে আধিপত্য বিস্তার করেছে। যেখানে KKR (Kolkata Knight Riders) মাত্র ১০ টি ম্যাচে জয় পেয়েছে।
এদিকে, এই দুই দলের মধ্যে খেলা একটি ম্যাচের ফলাফল নির্ধারণ করা যায়নি। তবে, আজকের ম্যাচে চিপকের দুর্গ ভাঙা KKR-এর পক্ষে সহজ হবে না। এখনও পর্যন্ত, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই মাঠে মোট ১১ টি ম্যাচ খেলেছে। যার মধ্যে তারা ৮ টিতে হেরেছে। তবে, শেষ পর্যন্ত আজকের ম্যাচে কোন দল বাজিমাত করে সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।