RR বনাম KKR ম্যাচে প্রথমবার ব্যবহৃত হল এই বিশেষ নিয়ম! তবুও জিততে পারল না রাজস্থান

বাংলা হান্ট ডেস্ক: ক্রমশ জমে উঠছে IPL ২০২৫-এর লড়াই। এখনও পর্যন্ত এই মরশুমের ৬ টি ম্যাচ খেলা হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই চলতি বছরের IPL-এর প্রায় ১ টি সপ্তাহ অতিক্রান্ত হয়েছে। এর মধ্যেই এই টুর্নামেন্টে রীতিমতো চার-ছয়ের ঝড় উঠেছে। এদিকে, গত বুধবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মধ্যে ম্যাচটি সম্পন্ন হয়। ওই ম্যাচে এমন একটি বিশেষ বিষয় দেখা গেল, যা চলতি মরশুমে এখনও পর্যন্ত খেলা একটিও ম্যাচে দেখা যায়নি। আসলে, এই মরশুমে প্রথমবারের মতো, একটি ম্যাচের দ্বিতীয় ইনিংসের মধ্যে বল পরিবর্তনের নিয়ম ব্যবহার করা হয়েছিল। কিন্তু রাজস্থান রয়্যালস এর সুবিধা নিতে পারেনি। কারণ, বল পরিবর্তন করেও ওই ম্যাচে পরাজয়ের সম্মুখীন হতে হয় রাজস্থানকে।

রাজস্থানকে পরাজিত করল কলকাতা (Kolkata Knight Riders):

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, IPL-এর এই মরশুম শুরুর আগে, BCCI কিছু নতুন নিয়ম তৈরি করেছিল। যার মধ্যে একটি ছিল বল পরিবর্তনের নিয়ম। মূল, খেলা যাতে শিশির দ্বারা প্রভাবিত না হয় সেই কারণেই এই নিয়ম সামনে আনা হয়। এই নিয়মের অধীনে, গত ম্যাচে রাজস্থান রয়্যালস KKR (Kolkata Knight Riders)-এর ইনিংসের সময় ১৬ ওভারের পরে বল পরিবর্তনের নিয়ম ব্যবহার করেছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় এবং কলকাতা ১৮ তম ওভারেই ম্যাচ জিতে যায়।

দ্বিতীয় বলের নিয়ম: প্রসঙ্গত উল্লেখ্য যে, দ্বিতীয় বলের নিয়ম এই মরশুমে চালু করা হয়েছে। মূলত, সন্ধ্যার ম্যাচে শিশিরের প্রভাব কমাতে দলগুলিকে দ্বিতীয় ইনিংসের দশম ওভারের পরে বল পরিবর্তনের অনুরোধ করতে দেয়। তবে, এই সিদ্ধান্তটি শেষ পর্যন্ত আম্পায়ারদের হাতেই থাকে এবং প্রতিস্থাপন বল অবশ্যই একই ধরণের হতে হয়। অর্থাৎ, সম্পূর্ণ নতুন বল দেওয়া হয়না।

আরও পড়ুন: সর্বনাশ! এক দিনেই কয়েক হাজার কোটির ক্ষতির সম্মুখীন আম্বানি-আদানি, মাথায় হাত ধনকুবেরদের

এদিকে, এই নিয়মের পরিপ্রেক্ষিতে প্রাক্তন ক্রিকেটারদের ক্রিকেট অনুরাগীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। কেউ কেউ যুক্তি দেখিয়েছেন যে, এটি শিশির ভেজা পিচে রান তাড়া করা দলগুলির জন্য সুবিধা হ্রাস করে। এদিকে, কিছুজন আবার জানিয়েছেন এটি খেলার স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করে।

আরও পড়ুন: বাংলায় কেন বিনিয়োগ করা উচিত? লন্ডনে শিল্প সম্মেলনে ৩ টি কারণ জানালেন হর্ষ নেওয়াটিয়া

গতকালকের ম্যাচ: গত ম্যাচে KKR (Kolkata Knight Riders) টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। যা সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। রাজস্থান রয়্যালসের কোনও ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেনি। যার কারণে ওই দল ২০ ওভার খেলেও মাত্র ১৫১/৯ রান করতে সক্ষম হয়েছিল। জবাবে, কলকাতা দল সহজেই ১৫৩/২ রান করে এবং ১৮ তম ওভারে ম্যাচটিতে যায়। কলকাতার এই জয়ের পেছনে কুইন্টন ডি ককের অপরাজিত ৯৭ রানের ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর