বাংলা হান্ট ডেস্ক : পয়লা বৈশাখেই এল সুখবর। হালখাতা আর ম্যাচ জয়ের আনন্দে আত্মহারা আম বাঙালি। লখনউয়ের বিরুদ্ধে এই ঐতিহাসিক জয়ের সাক্ষী রইলেন খোদ মালিকও। শাহরুখের সামনেই দাপটের সঙ্গে ম্যাচ জিতে নিল কেকেআর (Kolkata Knight Riders)। নিয়ন্ত্রিত বোলিং আর ব্যাটে ফিল্ট সল্টের কালবৈশাখী ঝড়ের সামনে কার্যত খড়কুটোর মত উড়ে গেল লখনউ সুপার জায়ান্ট।
আজকের ম্যাচ সবদিক দিয়েই গুরুত্বপূর্ণ ছিল কলকাতার কাছে। লখনউকে হারানোর দুটো উদ্দেশ্য ছিল কেকেআরের। এক তো পয়েন্ট টেবিলে জায়গা ধরে রাখতে ম্যাচ জিততেই হত সেই সাথে রেকর্ড ভাঙার জন্যেও লখনউকে হারাতেই হত। কারণ এর আগে IPL এ লখনউকে কখনই হারাতে পারেনি নাইটরা। ৩টি সাক্ষাতেই হার নিয়ে বাড়ি ফিরেছে কলকাতা।
এইদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়ার। তার সিদ্ধান্ত যে একেবারেই সঠিক ছিল তার প্রমাণ দিচ্ছে ম্যাচের ফলাফল। পাওয়ার প্লে তে লখনউয়ের দখলে এল মাত্র ৪৯ রান। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে লখনউয়ের জয়ের যাত্রাকে শুরুতেই থামিয়ে দিয়েছিল সুনীল নারাইন। ইডেনের ব্যাটিং পিচে কিভাবে রান আটকাতে হয় সেটাও দেখিয়ে দিলেন তিনি।
আরও পড়ুন : এবার বাংলাতেও ছুটবে বুলেট ট্রেন! কবে থেকে? বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
কলকাতার বোলারদের তাণ্ডবের সামনে টিকতেই পারলেন না ডি কক (১০) আর দীপক হুডা (৮)। ক্রিজে নামতে না নামতেই প্যাভিলিয়নে ফিরতে হল লখনউয়ের নায়ক আয়ুষ বাদোনিকেও(২৭ বলে ২৯)। রাহুল কিছুটা লড়াই করার চেষ্টা করলেও শেষ রক্ষা আর হলনা (২৭ বলে ৩৯)। পাওয়ার প্লে তে যদিও বা কিছু রান উঠেছিল, পরের ৬ ওভারে আলোই মন্থর হয়ে যায় লখনউয়ের ব্যাটিং। পরের দিকে নিকোলাস ম্যাচ ফেরানোর চেষ্টা করলেও ম্যাচ ততক্ষণে নাইটদের কন্ট্রোলে। শেষ ৫ ওভারে লখনউয়ের ঝুলিতে আসে মাত্র ৪৮ রান। লখনউ থেমে যায় মাত্র ১৬১ রানেই।
আরও পড়ুন : মালদা পেরোতেই শুরু অ্যাটাক! বন্দে ভারতে পাথর-হামলা, ভাঙল কাচ! আতঙ্কিত যাত্রীরা
একই সাথে কলকাতার ‘কল্পতরু’ হয়ে উঠলেন মিচেল স্টার্ক (২৮/৩)। এইদিন সমস্ত সমালোচনার যোগ্য জবাব দিল তার বল। গত ৪ ম্যাচে তার পারফরমেন্স দেখে কম সমালোচনা হয়নি। তবে আজ নিজের জাত চিনিয়ে দিলেন অজি তারকা। ২৮ রানের বদলে ৩টি উইকেট নিয়ে আজকের ম্যাচ জেতানোর অন্যতম কারিগর তিনি। সেই সাথে যোগ্য সঙ্গ দিলেন কলকাতার ব্যাটাররাও। ৪৭ বলে ৮৯ রান করলেন ফিল সল্ট। বোলিং-র ক্ষেত্রেও লখনউয়ের বোলিংয়ে ময়ঙ্ক যাদবের অভাব বার বার বোঝা গেল। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, রাতের ইডেনে রান ওঠানো অনেকটাই সহজ। আর এইদিন টসে জিতে সেটারই পূর্ণ ফায়দা নিয়েছেন শ্রেয়াস আইয়ার।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার