বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে পুজোর আবহাওয়া লেগে গেছে বাতাসে। পাশাপাশি ঠাকুর দেখা শুরু করে দিয়েছে অনেকেই। কিন্তু হাওড়ার পূজো দেখতে গেলে কোন কোন পূজোর লিস্ট করবেন ভাবছেন তো? চিন্তার আর কিছু নেই। এবার হাওড়া থেকে সল্টলেকের পুজো দেখা অথবা সল্টলেক থেকে হাওড়া পুজোয় দেখা সহজ। কারণ হাওড়া সল্টলেক গ্রীন লাইন মেট্রো পরিষেবা (Kolkata Metro)। এই পরিষেবা চালু (Metro) হওয়ার ফলে আপনি হাওড়ার পাশাপাশি এলাকার প্রত্যেকটি পুজো দেখে নিতে পারবেন।
২০২৫-র পুজোয় হাওড়া ও সল্টলেকের মণ্ডপ এক নজরে (Kolkata Metro)
আপনি যদি হাওড়া ময়দান, সালকিয়া, বেলুড় এলাকায় ঠাকুর দেখতে চান তাহলে সেখানে যে ঠাকুর গুলো দেখতে পারবেন তার লিস্ট নিচে দেওয়া হল। যেখানে আপনি মেট্রো (Kolkata Metro) করেই অধিকাংশ ঠাকুর দেখতে পারবেন।
হাওড়া ময়দান, সালকিয়া, বেলুড় এলাকায় ঠাকুর: এখানে আসলে আপনি দেখতে পাবেন বেলুড় মঠের পুজো, ব্যাঁটরা মহিলা সমিতি, আলাপনী ক্লাব, ঢ্যাংবাড়ির পুজো, ঘাসবাগান স্পোর্টিং ক্লাব, আরুপাড়া মিলন সংঘের পুজো, চিত্তরঞ্জন স্মৃতি মন্দির, সরস্বতী ক্লাব , কল্যাণ পল্লি সর্বজনীন , কামারডাঙা শীতলাতলা, ওলাবিবিতলা , রামকৃষ্ণ অ্যাথলেটিক ক্লাব, সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং প্রমুখ ঠাকুর।
আরও পড়ুন: পুজোয় আর ভিড় নয়, ‘Pujo Bondhu’ অ্যাপ জানাবে মণ্ডপের দূরত্ব ও দেবীদর্শনের পথ
সল্টলেকে ঠাকুর দেখতে পারেন: এফডি ব্লক, এবি ব্লক, বিজে ব্লক, বিসি ব্লক, এজে. ব্লক, জিডি ব্লক, সিজে ব্লক, ডিএল ব্লক,আইএ ব্লক, এফই ব্লক।
হাওড়া ময়দানের আপনি দেখতে পাবেন: হাওড়া ব্রিজ সংলগ্ন পুজো গুলি।
শিয়ালদহ মেট্রো: এখান থেকে আপনি দেখতে পাবেন, সন্তোষ মিত্র স্কোয়ার, জানবাজার, সুবোধ মল্লিক স্কোয়ার, শিয়ালদা অ্যাথলেটিক ক্লাব।
সিটি সেন্টার ও করুণাময়ী মেট্রো স্টেশন থেকে আপনি গেলে দেখতে পারবেন যে সমস্ত ঠাকুর গুলি তা হল: এফডি ব্লক, এবি ব্লক, বিজে ব্লক, বিসি ব্লক, এজে. ব্লক, জিডি ব্লক, সিজে ব্লক, ডিএল ব্লক,আইএ ব্লক, এফই ব্লক (Kolkata Metro)।