বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর অব্দি মেট্রো পরিষেবা (Kolkata Metro) চালু হয়ে গিয়েছে। আর এবার এই মেট্রো পরিষেবায় নতুন ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ। জানা যায় এবার নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত এই রুটে শনি ও রবিবারও মেট্রো পরিষেবা চালু থাকবে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাত্রীদের বাড়তি সুবিধা, শনি-রবিবারেও ছুটবে বিমানবন্দর মেট্রো (Kolkata Metro)
গত ২২ অগস্ট প্রধানমন্ত্রী এই মেট্রো (Kolkata Metro) পরিষেবা উদ্বোধন করেছিলেন। তারপর থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মেট্রো চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সোমবার থেকে রবিবার পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা চালু থাকবে। পাশাপাশি এই পরিষেবা শুরু হতে চলেছে ১৩ সেপ্টেম্বর থেকে।
আরও পড়ুন: গ্রিন টি খেয়ে হালকা লাগছে? ভুল নিয়মে খেলেই হতে পারে উল্টো ক্ষতি, বিশেষজ্ঞদের পরামর্শ
এই নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে রাত্রি ৮ টা ৩২ মিনিট পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। এর পাশাপাশি রবিবার ৮:৩৫ থেকে রাত্রি ৮:২২ মিনিট পর্যন্ত পরিষেবা পাবেন যাত্রীরা। মেট্রোর (Kolkata Metro) নতুন টাইম টেবিল অনুযায়ী, ভ্রমণকারীরা ছুটির দিনে বিমানবন্দর যেতে বা ফিরে আসতে পারবেন সহজেই।
তবে এই নোয়াপাড়া বিমানবন্দর রুটের পরিষেবা চালু হবার পরে যাতায়াতের সুবিধা বেড়েছে বলে আশাবাদী কর্তৃপক্ষ। এছাড়াও শনি ও রবিবার এই ভ্রমণ পরিষেবা চালু হলে যাত্রীদের পক্ষে যাতায়াত আরো সুবিধা জনক হবে বলে মনে করছেন সকলেই। তবে মেট্রো যাত্রীদের মতে, ভরবা সন্ধ্যার আগে ও পরে সময় বিমানবন্দরের সঙ্গে মেট্রো সংযোগ থাকলে যাতায়াত ব্যবস্থা আরও সুবিধা জনক হত।
এছাড়াও, মেট্রো টিকেট পরিষেবা ও ভ্রমণ সংক্রান্ত অন্যান্য নিয়ম আগের মতই প্রযোজ্য থাকবে। এর পাশাপাশি নতুন টাইম টেবিল কার্যকর হওয়ার আগে মেট্রো কর্তৃপক্ষ জনসাধারণকে অনুরোধ করছে যাতায়াতের আগে যাতে তারা সংশ্লিষ্ট সময়সূচী একবার যাচাই করে নেয় (Kolkata Metro)।