অষ্টমী-নবমীর ঠাকুর দেখা জমবে এবার মেট্রো যাত্রায়, ব্লু লাইনের রুটম্যাপে থাকছে সেরা পুজোর ঠিকানা

Published on:

Published on:

Kolkata Metro best puja darshan on blue Line route during ashtami-navami

বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপূজার সময় কলকাতার রাস্তাঘাটে যথারীতি লোকের ঢল নামে। সেখানে চতুর্থী থেকে মহাষ্টমী পর্যন্ত শহরে প্রতিটি কোনায় থাকে ঠাকুর দর্শনের জন্য মানুষের কিলবিল। তবে যানজট, লম্বা লাইন আর ঘন্টার পর ঘন্টা যাতে অপেক্ষা তখন স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এবার সেই সমস্যা কমিয়ে দেওয়ার কথা মাথায় রেখে নতুন পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)।

অষ্টমী-নবমীতে ব্লু লাইনের রুটে সেরা পুজো দর্শন (Kolkata Metro)

এই বছর, অষ্টমী ও নবমী থিম কেন্দ্রীক ঠাকুর দর্শনকে কেন্দ্র করে যারা পরিকল্পনা করছেন, তাদের জন্য রয়েছে সুবিধা জনক উপায়। স্বল্প টাকা খরচ করে দ্রুত ও সাশ্রয়ী যাতায়াতের কারণে এবার ভিড় না ঠেলেও সময়মতো ঠাকুর দেখতে যেতে পারবেন আপনারা। কারণ এবার মেট্রোরেলের তরফ থেকে কোন পূজা মণ্ডপ সহজে ঘুরে দেখা যাবে তা জানানো হয়েছে। দেখে নিন সেই সমস্ত লিস্টগুলি (Kolkata Metro)।

 Kolkata Metro best puja darshan on blue Line route during ashtami-navami

আরও পড়ুন: পুজোর আড্ডায় স্বাদ বাড়াবে লুচি-পনির রেজ়ালা, অষ্টমীকে করে তুলবে আরও বিশেষ, রইল রেসিপি

নোয়াপাড়া:

দাদাভাই সঙ্ঘ মণ্ডপ, মেট্রো স্টেশনের ঠিক সামনেই।

পাশেই রয়েছে গ্রিন পার্ক ও নেতাজি ইউনাইটেড ক্লাব।

দমদম:

তরুণ সংঘ, দমদম পার্ক ভারতচক্র, দমদম পার্ক যুবকবৃন্দ।

সিঁথির মোড়ের বন্ধুদল স্পোর্টিং ক্লাব ও দমদম পার্ক সর্বজনীনও দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণ।

বেলগাছিয়া:

টালা প্রত্যয়, টালা বারোয়ারি।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবও রয়েছে তালিকায়।

শ্যামবাজার:

শ্যাম স্কোয়ার, জগৎ মুখার্জি পার্ক, বাগবাজার সর্বজনীন। এছাড়াও, শোভাবাজার সুতানুটি ও রাজবাড়ি পুজো, কুমোরটুলি পার্ক, আহিরীটোলা, কাশী বোস লেন, তেলেঙ্গাবাগান, হাতিবাগান নবীনপল্লি, সিকদার বাগান একসঙ্গে ঘুরে দেখা যায়।

গিরিশ পার্ক:

চালতাবাগান, সিমলা ব্যায়াম সমিতি, ৩৭ পল্লি, বিবেকানন্দ স্পোর্টিং- সব পায়ে হাঁটা দূরত্বে।

মহাত্মা গান্ধী রোড (এমজি রোড):

মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, দর্শনার্থীদের ভিড় বেশি।

সেন্ট্রাল:

সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ার, লেবুতলা পার্ক।

উত্তর কলকাতার মণ্ডপ দর্শনের পর মেট্রো ধরে দক্ষিণের মণ্ডপে পৌঁছানো যায়।

নেতাজি ভবন:

পদ্মপুকুর বারোয়ারি, ভবানীপুর ৭৫ পল্লি, হরিশ পার্ক, সঙ্ঘশ্রী, সঙ্ঘমিত্র।

যতীন দাস পার্ক:

ম্যাডক্স স্কোয়ার, ২৩ পল্লি, বকুলবাগান, আদি বালিগঞ্জ।

কালীঘাট:

বাদামতলা আষাঢ় সঙ্ঘ, চেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচারাল, একডালিয়া এভারগ্রিন।

রবীন্দ্র সরোবর:

মুদিয়ালি, শিবমন্দির, সুরুচি সঙ্ঘ

বেহালা হয়ে বড়িশা ক্লাব, হরিদেবপুর অজেয় সঙ্ঘ, ৪১ পল্লি- সব একসঙ্গে (Kolkata Metro)।