বাংলাহান্ট ডেস্ক : সমস্যা কাটছেই না কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে। একটার পর একটা সমস্যা যেন লেগেই রয়েছে মেট্রোর সবথেকে পুরনো লাইনটিতে। মাঝে মাঝেই বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ছে মেট্রো, পরিষেবা চালু হতে লেগে যাচ্ছে অনেকটা সময়। কর্মব্যস্ত দিনে ভিড়ে গাদাগাদি মেট্রোয় (Kolkata Metro) যাত্রীদের নাভিশ্বাস ওঠার জোগাড়। এবার নতুন করে সমস্যা তৈরি করল মেট্রোর ঘড়ি। পরবর্তী মেট্রোর সময় দেখানো বন্ধ করে দিয়েছে ঘড়ি!
কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে সমস্যা বাড়ছে
রুট যত বাড়ছে, নতুন নতুন সমস্যা জুড়ছে ব্লু লাইনে। এই রুটে আগে থেকেই সমস্যা ছিল। যাত্রীদের অভিযোগ, কবি সুভাষ মেট্রো (Kolkata Metro) স্টেশন বন্ধ হতেই সমস্যার সূত্রপাত। শহিদ ক্ষুদিরাম স্টেশন বর্তমানে প্রান্তিক স্টেশন হিসেবে অপারেট করছে। এদিকে তিনটি নতুন রুট উদ্বোধনও হয়েছে। তাতে যাত্রী সংখ্যা বাড়লেও ব্লু লাইনের যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
পরের মেট্রোর সময় দেখানো বন্ধ: এর মাঝেই নতুন বিপত্তি, পরের মেট্রোর (Kolkata Metro) সময় দেখানো বন্ধ করে দিয়েছে স্টেশনের ঘড়ি। রবিবারেও তা ঠিক হয়নি। যাত্রীরা অভিযোগ করেছে, সময়মতো মেট্রো চালাতে পারছে না কর্তৃপক্ষ। তাই পরবর্তী মেট্রোর (Kolkata Metro) সময় দেখানোই বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও আধিকারিকরা জানিয়েছেন, এই সমস্যা তাঁদের নজরে এসেছে। ঘড়ি ঠিক করার চেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন : পুজো রিলিজের আগেই বড় ধাক্কা, অঙ্কুশের পর এবার ইডির সমন মিমিকে! কোন মামলায়?
কী অভিযোগ যাত্রীদের: পুজোর আগে অনিয়মিত হয়ে পড়েছে মেট্রো। যাত্রীদের অভিযোগ, সময় মতো আসছে না মেট্রো (Kolkata Metro)। অফিস টাইমেও প্রায় ২০ মিনিট দেরি করছে মেট্রো আসতে। এখন আবার ঘড়িও বিকল। আলো আর আওয়াজ দেখেই পরের মেট্রো (Kolkata Metro) আসার কথা বুঝতে পারছেন যাত্রীরা। রাতের দিকে অবস্থা আরও খারাপ হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
আরও পড়ুন : রাত পোহালেই বাজারে ঢুকতে শুরু করবে বাংলাদেশের চওড়া পেটির ইলিশ! কত করে পড়বে দাম?
পুজোর আগে মেট্রোয় গাদাগাদি ভিড়। অফিস টাইমের যাত্রীরা তো রয়েছেই, উপরন্তু পুজোর কেনাকাটার ভিড়ও রয়েছে। এদিকে অনেক মেট্রো বর্তমানে শহিদ ক্ষুদিরাম পর্যন্তও যাচ্ছে না। মহানায়ক উত্তম কুমারেই যাত্রী নামিয়ে দিচ্ছে। ফলে সমস্যা আরও বেড়েছে বলে অভিযোগ যাত্রীদের।