পরিকাঠামোয় আমূল উন্নয়ন, মেট্রোর ব্লু লাইনে ভিড় সামলাতে সিগন্যাল ব্যবস্থায় বদল, বরাদ্দ কয়েকশো কোটি!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে লেগেই রয়েছে সমস্যা। বিশেষ করে মেট্রোর অন্যান্য রুটে সম্প্রসারণ হওয়ার পর সবথেকে পুরনো লাইনে একের পর এক সমস্যা দেখা দিচ্ছে। যাত্রীরাও প্রায় দিনই কোনও না কোনও অভিযোগ করছেন। এবার ব্লু লাইনে বেশ কিছু বদল আনার সিদ্ধান্ত নিল মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে আসছে বড় বদল

ব্লু লাইনে যাত্রীদের ভিড় কমাতে হলে পরপর মেট্রোগুলির মাঝের সময় কমিয়ে আনার মত দেন বিশেষজ্ঞরা। কিন্তু বর্তমানে ব্যস্ত সময়ে দুটি মেট্রোর (Kolkata Metro) মধ্যে ছয় মিনিটের ব্যবধান থাকছে। সেই ব্যবধানটা কমিয়ে এনে দু মিনিট করা গেলেই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এদিকে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ব্লু লাইনের সিগন্যালিং ব্যবস্থাতেও বদল আনা দরকার। ইতিমধ্যেই মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে সিবিটিসি সেই অনুমোদন পেয়েছে বলে জানান কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার।

Kolkata Metro blue line signalling system is going to update

চলছে মেট্রো স্টেশনের কাজ: মেট্রো আধিকারিকরা জানান, ব্লু লাইনে সিবিটিসি চালু করতে গেলে অন্তত তিন চার বছর সময় লেগে যাবে। ইতিমধ্যেই এই লাইনে কবি সুভাষ মেট্রো (Kolkata Metro) স্টেশনে চালু হয়ে গিয়েছে মেরামতির কাজ। সেই কাজ শেষে স্টেশন চালু করতে ২০২৬ হয়ে যাবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি মেট্রোর (Kolkata Metro) শহিদ ক্ষুদিরাম স্টেশনে ক্রস ওভার তৈরির কাজও বেশ খানিকটা আগেই শেষ হয়ে যাবে।

আরও পড়ুন : ‘পরিণীতা’কে জোর টক্কর, ‘পরশুরাম’কে পেছনে ফেলে নয়া বেঙ্গল টপার এই মেগা!

বদল আসবে মেট্রো রেকে: মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের তরফে আরও জানা যাচ্ছে, ব্লু লাইনে সিবিটিসি চালু করার জন্য মেট্রো (Kolkata Metro) রেকগুলিতেও প্রয়োজনীয় বদল আনতে হবে। তবে জানা যাচ্ছে, বর্তমানে ব্লু লাইনে যে রেকগুলি চলে তার মধ্যে চিন থেকে আমদানি করা রেকেই শুধু এই ব্যবস্থা করা সম্ভব।

আরও পড়ুন : SIR ঘোষণায় হুড়োহুড়ি, রাজ্যের সিইও দফতরের নতুন ওয়েবসাইট চালু, কীভাবে খুঁজবেন ২০০২ এর ভোটার তালিকা?

যেমনটা জানা যাচ্ছে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির রেকগুলিতে আলাদা ভাবে ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যেই অবশ্য মেট্রো কর্তারা বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা শুরু করেছে বলে খবর। ব্লু লাইনে বড়সড় পরিকাঠামো উন্নয়নের জন্য ৪৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর।