পুজো মিটতেই কাজ শুরু, কবি সুভাষ থেকে নোয়াপাড়া, আমূল বদলে যাচ্ছে মেট্রোর ব্লু লাইন

Updated on:

Updated on:

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোর (Kolkata Metro) রুট যেমন বেড়েছে, তেমনই পুরনো লাইনে দেখা দিয়েছে নতুন কিছু সমস্যা। মেট্রো চলাচলে মাঝেমধ্যেই বিভ্রাট দেখা দিচ্ছে। মেট্রো লাইনেও দেখা যাচ্ছে সমস্যা। কিছুদিন আগে ব্লু লাইনে ডিসপ্লে বোর্ডেও বড়সড় সমস্যা দেখা দিয়েছিল। পরবর্তী মেট্রোর (Kolkata Metro) কোনও সময় দেখা যাচ্ছিল না বোর্ডে। পরে সেটা ঠিক হলেও সমস্যা পুরোপুরি মেটেনি। তাই এবার স্টেশনগুলির ডিসপ্লে বোর্ড নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে বড়সড় পরিবর্তন

ব্লু লাইনের কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সমস্ত স্টেশনেই পরবর্তী মেট্রোর সময় দেখানো ডিসপ্লে বোর্ড সিস্টেমগুলি বদলানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি মেট্রোর (Kolkata Metro) কামরা সহ সব স্টেশনেই প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেম বদল করা হতে চলেছে বলে খবর। ইতিমধ্যেই টেন্ডার ডাকাও হয়েছে বলে খবর।

Kolkata Metro blue line to witness big change

ডাকা হয়েছে টেন্ডার: কলকাতা মেট্রোর প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেম নিয়ে যাত্রীদের দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। অভিযোগ, মাইকের ভাষা অস্পষ্ট। তাই অ্যানাউন্সমেন্ট সিস্টেম বদল করার জন্য ডাকা হয়েছে টেন্ডার। মেট্রো (Kolkata Metro) সূত্রে খবর, এর জন্য প্রায় ১৬ কোটি টাকা খরচ ধরা হয়েছে। প্রত্যেক স্টেশনের প্ল্যাটফর্মে, স্টেশনে ঢোকার মুখেও ডিসপ্লে বোর্ডও বদল করা হবে।

আরও পড়ুন : যাত্রী সুবিধার্থে আরও দুই AFC গেট, ঢেলে সাজছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন

কী বদল আসছে মেট্রোয়: পুজোর আগে লম্বা সময় ধরে সমস্যা চলছিল মেট্রোর (Kolkata Metro) প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেমে। এমনকি ডিসপ্লে বোর্ড অন্ধকার হয়ে যাওয়াতে তা অব্যবস্থা আড়াল করতে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বলেও অভিযোগ করেছিলেন অনেকে। তবে বাস্তবিকই সেগুলি খারাপ হয়ে গিয়েছিল। পরে আবার তা মেরামত করা হয়। কিন্তু তারপরেও তা পুরোপুরি ঠিক হয়নি। তারপরেই ডিসপ্লে বোর্ড সহ অ্যানাউন্সমেন্ট সিস্টেমে (Kolkata Metro) বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন : পুজোতেই এল সবথেকে বড় ধাক্কা, প্রথম পাঁচ থেকে ছিটকে যাওয়ায় কী বললেন ‘তটিনী’ তৃণা?

বর্তমানে ব্লু লাইনকে কেন্দ্র করেই অন্যান্য লাইনগুলি যুক্ত হয়েছে। এসপ্ল্যানেড, কবি সুভাষ থেকে নোয়াপাড়ার মতো স্টেশনগুলিতে বারবার যাত্রীদের জন্য ঘোষণা করতে হয়। তবে সিস্টেম বহু পুরনো হওয়ায় ভালো ভাবে কোনও ঘোষণাই শোনা যায় না বলে অভিযোগ করেছিলেন যাত্রীরা। তাই আধুনিকীকরণ করা হচ্ছে এই সিস্টেমের।