বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের জন্য সুখবর। মেট্রোর অভিনব পরিবর্তনের জন্য শহীদ ক্ষুদিরাম স্টেশনের সামনের দিকে যে ক্রস ওভার তৈরির কাজ শুরু হয়েছে তা দুর্গাপুজোর আগেই শেষ হবে বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro)। মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। তারা জানা ন আগামী তিন সপ্তাহের মধ্যে কাজ হয়ে গেলে ব্লু লাইনের পরিষেবা আবারও ছন্দে ফিরবে। এর ফলে মারাত্মক ভিড়ও মেট্রো দেরি করে আসার হাত থেকে রেহাই পাবেন যাত্রীরা।
পুজোর আগে শহিদ ক্ষুদিরামে মেট্রোর ক্রসওভার চালু, ভিড় সামলাতে বড় পদক্ষেপ (Kolkata Metro)
গত সপ্তাহ থেকে ব্লু লাইনে মেট্রো পরিষেবায় অসুবিধা সৃষ্টি হয়। ঘন্টার পর ঘন্টা যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয় একাধিক মেট্রো স্টেলনে। এমনকি বহু মেট্রো একাধিক স্টেশনে ৫ থেকে ১০ মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকে। এরফলে সমস্যার সম্মুখীন হন যাত্রীরা। সমস্যার জন্য রবিবার বিকেল চারটে পর্যন্ত শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমারী সেবা বন্ধ রাখা হয়েছিল (Kolkata Metro)।
সূত্রের খবর, পরের সপ্তাহেও এই ক্রসওভারের কাজের জন্য সপ্তাহের শেষে কয়েক ঘণ্টার জন্য শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। তবে ওই সময় বাকি অংশে স্বাভাবিকভাবে মেট্রো চলাচল করবে।
আরও পড়ুন: দুর্গাপুজোর আগে সোনার দামে বড় চমক! ২২ ক্যারেট হলুদ ধাতুর দর শুনলে চমকে উঠবেন
জানা যায়, পিলারের ফাটল ধরার জন্য ২৮ জুলাই থেকে ব্লু লাইনের কবি সুভাষ স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। মাত্র ৯ মাসের মত বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন। এই পরিস্থিতির জন্য শহীদ ক্ষুদিরামের যাত্রীরা নেমে যাওয়ার পরে খালি কবি সুভাষ স্টেশনে নিয়ে ঘুরিয়ে আনা হবে। আর ওই বাড়তি সময় বাঁচানোর জন্য অনেকে মেট্রো মহানায়ক উত্তম কুমার পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে।
তবে এই বিষয়ে মেট্রোরেলের তরফ থেকে জানানো হচ্ছে, একটা সময় মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ পর্যন্তই এই মেট্রো চলাচল করতো। ফলে সেখানে মেট্রোর অভিমুখ পরিবর্তনের ব্যবস্থা আছে। কিন্তু মহানায়ক উত্তম কুমার স্টেশন পেরিয়ে যারা যান তাদের পক্ষে এই সমস্যা দেখা দিচ্ছে। এছাড়াও মেট্রোরেলের তরফ থেকে জানানো হয়েছে, সবমিলিয়ে যত তাড়াতাড়ি সম্ভব শহীদ ক্ষুদিরাম মেট্রো (Metro) স্টেশন এর ক্রস ওভার প্যাসেঞ্জার তৈরি করা হচ্ছে। সম্ভবত পুজোর আগেই এই কাজ শেষ হয়ে যাবে।