বাংলা হান্ট ডেস্ক: এবার কলকাতার মেট্রো যাত্রীদের জন্য সুখবর (Kolkata Metro)। কারণ যাত্রীদের কথা মাথায় রেখে, স্মার্ট কার্ড অনলাইন রিচার্জ করার সুবিধা দেওয়া এবং ইউপিআই ভিত্তিতে টিকেটিং সিস্টেমের প্রচারের জন্য বিশেষ ক্যাম্পিং চালাচ্ছে মেট্রো (Metro) রেলওয়ে পরিষেবা। কারণ দিনের ব্যস্ত সময় মেট্রোরেলে ভিড় থাকাটা অস্বাভাবিক কিছু নয়। সেই সময় টিকিট কাটতে কাউন্টার গুলিতে উপচে পড়া লাইন থেকে রক্ষা পেতে। এবার এই নতুন সিস্টেম চালু করা হল। এর ফলে সাধারণ মানুষের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
ব্যস্ত সময়ে ভিড়? সমস্যা নেই! টিকিট এখন এক ক্লিকে (Kolkata Metro)
কলকাতা মেট্রো (Kolkata Metro) রেলওয়েতে চালু কর বিভিন্ন ডিজিটাল পেমেন্ট পদ্ধতি যাত্রীদের কাছে পরিচিত করে তোলার জন্য এবং টিকিটিং এর ডিজিটাল লেনদেনের ব্যবস্থা বাড়ানোর জন্য ইতিমধ্যে ব্লু, ইয়োলো, অরেঞ্জ, গ্রিন ও পার্পেল লাইনে সমস্ত স্টেশনে মেট্রো কর্মীদের দ্বারা এক বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুন: ফ্রিজে রাখার ভুলেই নষ্ট হয় খাবার! কোন কোন জিনিস একসঙ্গে রাখা বিপজ্জনক, জেনে নিন
সেই ক্যাম্পগুলোতে মেট্রো ব্যবহারকারীদের উন্নত ‘আমার কলকাতা’ মেট্রো অ্যাপ ও google play স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে কিভাবে ডাউনলোড করা উচিত সেই বিষয়ে সচেতন করা হয়েছে। পাশাপাশি মেট্রো কর্মীরা তাদের এটি কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ক পদ্ধতি দেখিয়েছিলেন।
মেট্রো যাত্রীদের ইউপিআই পেমেন্ট ভিত্তিক টিকিট সিস্টেমের সাহায্যে ASCRM মেশিনের মাধ্যমে টোকেন কিনতে এবং তাদের স্মার্ট কার্ড রিচার্জ করা অথবা কেনার সহায়তা করা হয়েছিল। এছাড়া তারা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে টিকিট কাটবে সেই বিষয়েও অবগত করেছেন তারা।
এর পাশাপাশি, ডিজিটাল সিস্টেমের স্থানান্তরিত হতে এবং টোকেন কেনার স্মার্ট উপায় ও মোবাইল ভিত্তিক কিউআর কোড এর টিকিটের জন্য যারা গভীরভাবে আগ্রহই তাদেরকে সেই পদ্ধতি দেখিয়ে দিয়েছেন তারা। এই কারণ এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে যাত্রীরা তাড়াতাড়ি টিকিট কাটতে পারবেন পাশাপাশি মূল্যবান সময় তারা বাঁচাতে পারবেন বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। আর এই কারণগুলোর জন্যই মেট্রোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওয়াকিবহুল মহলের দাবি (Kolkata Metro)।












