বাংলাহান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই যাত্রী নিয়ে মেট্রো ছুটবে বেলেঘাটা পর্যন্ত। কবি সুভাষ (Kavi Subhas) থেকে সম্প্রসারিত অংশে বাণিজ্যিকভাবে বেলেঘাটা (Beleghata) পর্যন্ত মেট্রো পরিষেবা (Metro Services) শুরু হয়ে যাবে শীঘ্রই। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আগামী ৪ঠা জুন।
তারপরই হয়ত জুন বা জুলাই মাস থেকে মেট্রো (Kolkata Metro) রুবি হয়ে পাড়ি দেবে মেট্রোপলিটন। কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত এই মেট্রো করিডর বাণিজ্যিকভাবে চালু হয়ে গেলে বদলে যেতে পারে শহর কলকাতার পরিবহণ মানচিত্র। অনেকের অভিযোগ মেট্রোর কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে।
আরোও পড়ুন : GPay, Phonepe ট্রান্সফার করলেই দিতে হবে চার্জ! RBI যা জানাল…. ব্যবহারকারীদের জন্য বড় খবর
তাই বহু বছর কেটে গেলেও এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না। বাণিজ্যিকভাবে পরিষেবা দেওয়ার জন্য গত বছর প্রস্তুত হয়ে যায় কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো লাইনটি। তবে সেই পরিষেবা শুরু হতে লেগে যায় বছরখানেক। কমিশনার অব রেলওয়ে সেফটির (সিআরএস) চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হয় মেট্রো পরিষেবা বাণিজ্যিকভাবে শুরু করার জন্য।
আরোও পড়ুন : বকখালি তো অনেক হল! এবার টুক করে চলে যান ‘নিউ বকখালি’, নতুন সি বিচ দেখলেই বলবেন ‘আহা’..
কর্তৃপক্ষের কাছে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সেই লাইনের জন্য অনুমোদন চলে আসলেও, এই রুটে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হয় চলতি বছর ১৫ ই মার্চ। তবে মেট্রো সূত্রে খবর, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত এই ছোট মেট্রো রুটে বিশেষ একটা যাত্রী হচ্ছে না। মেট্রো কর্তৃপক্ষ ধারণা করছে বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত লাইনে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু হলে বাড়তে পারে যাত্রী সংখ্যা।
তাই মেট্রো কর্তৃপক্ষ হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো চালানোর তোড়জোড় শুরু করেছে। চিফ কমিশনার অব রেলওয়ে সেফটি (সিসিআরএস) জনককুমার গর্গ ইতিমধ্যেই সম্প্রসারিত এই লাইনের পরিদর্শন সেরেছেন। মেট্রোর এই সম্প্রসারিত লাইনে শনিবার থেকে শুরু হয়েছে ট্রায়াল রান।