বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে নিত্যদিনের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। কারণ প্রতিদিন কোন না কোন লাইনে সমস্যা লেগেই রয়েছে। তার ওপর গুরু নায়ক জয়ন্তী জন্য আজ অনেকটাই কম সংখ্যায় চলবে এই মেট্রো। যার ফলে সমস্যার সম্মুখীন হতে চলেছে নিত্যযাত্রীরা। আর এই মেট্রো দুটি গুরুত্বপূর্ণ লাইন অর্থাৎ ব্লু লাইন ও গ্রীনলাইনে কম সংখ্যক মেট্রো চলবে। তাই বাড়ি থেকে বেরোনোর আগে এক নজরে দেখে নিন আজকে ঠিক কতগুলো মেট্রো কোন লাইনে চলাচল করছে।
অফিস টাইমে কম মেট্রো, বিপাকে শহরবাসী (Kolkata Metro)
কলকাতা সহ শহরতলীর বিভিন্ন মানুষদের কম সময় এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সহজলভ্য যাতায়াত ব্যবস্থা হল মেট্রো (Kolkata Metro)। তবে বর্তমান দিনের যেভাবে কলকাতা মেট্রো সমস্যা হয়। তাতে এই ট্রেনে যাতায়াত করা মানুষের কাছে এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার ওপরে আজ গুরু নায়ক জয়ন্তি উপলক্ষে সরকারি ছুটি। যার ফলে আজ অনেকটাই কম সংখ্যায় চলবে কলকাতার দুটি গুরুত্বপূর্ণ রুটে অর্থাৎ গ্রীন ও ব্লু লাইনে মেট্রোরেল। বাড়ি থেকে বেরোনোর আগে আজকের সময়সীমা গুলি দেখে নিন।

আরও পড়ুন: সকালে খালি পেটে কাঠবাদাম খান! জানেন এর ফলে শরীরে আপনার কি ঘটতে পারে?
ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহীদ ক্ষুদিরাম)
বুধবার এই রুটে ২৭২-এর জায়গায় ২৩৬টি মেট্রো চলবে। ১১৮টি আপ ও ১১৮ ডাউন লাইনে চলবে।
১) দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৫৫ মিনিটে
২) নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৫০ মিনিটে
৩) শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৫৪ মিনিটে
৪) মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৫৫ মিনিটে
৫) দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯:২৮ মিনিটে
৬) শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৩৩ মিনিটে
৭) শহীদ ক্ষুদিরাম থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৪৩ মিনিটে
গ্রিন লাইন (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ)
বুধবার এই রুটে ২২৬-এর জায়গায় ১৮৬টি মেট্রো চলবে। ৯৩টি আপ ও ৯৩ ডাউন লাইনে চলবে।
১) সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৩২ মিনিটে
২) হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৩০ মিনিটে
৩) সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৪৭ মিনিটে
৪) হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৪৫ মিনিটে
তবে ব্লু ও গ্রিনলাইনে মেট্রো সংখ্যা কমলেও পার্পেল, অন্যান্য দিনের মতনই আজ পরিষেবা পাওয়া যাবে (Kolkaata Metro)।













