বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুম নিত্যযাত্রীদের জন্য সুখবর। কালী পুজো উপলক্ষে ভিড় সামলাতে মেট্রো (Kolkata Metro) নিয়ে বড় পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। মেট্রোরেলের তরফ থেকে জানানো হয়েছে এ পুজো উপলক্ষে ব্লু লাইন অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বিশেষ মেট্রো চালানো হবে।
কালীপুজোয় যাত্রীদের জন্য সুখবর! রাতে চলবে মেট্রো (Kolkata Metro)
আগামী সোমবার কালীপুজো (Kali Puja)। এই পুজোর জন্য যাত্রীদের কথা ভেবে বিশেষ মেট্রোর বন্দোবস্ত করল কলকাতা মেট্রো (Kolkata Metro) । এছাড়া প্রতিটি রুটের মতনই রাতেই শেষ মেট্রো সময়সীমা বাড়াচ্ছে। এছাড়াও বর্তমানে ভিড় সামাল দিতে ও যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখা এখন মেট্রোর (Metro) কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: হালকা ও ভঙ্গুর চুলের জন্য সজনের সঠিক ব্যবহার ও উপকারিতা জানুন
তবে অন্যান্য দিন ব্লু লাইনে যেখানেই শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ২২৭ মেট্রো চলাচল করে। সেখানে কালী পুজোয় চলবে ১৪৪ টি মেট্রো। আর এদিন সকাল ৬:৫০ মিনিটের পরিবর্তে নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম রুটে পরিষেবা শুরু হবে ৭:৫৪ মিনিটে। কাল সকাল ৬:৫৪ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা চালু হবে।
আর এদিন মহান উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৬ টা ৫৫ মিনিটের বদলে সকাল আটটায় শুরু হবে প্রথম মেট্রো পরিষেবা। তবে এই রুটে রাতের দিকে মেট্রো পরিষেবা বাড়ানো হবে। রাতে ৯ টা ২৮ মিনিটের বদলে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলবে ১০ টা ৫১ মিনিট পর্যন্ত। এছাড়াও ঔষধ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ৯ টা ৩৩ মিনিটের বদলে শেষ মেট্রো ছাড়বে ১১ টায়।
ব্লু লাইনের পাশাপাশি, কালী পুজো উপলক্ষে গ্রিনলাইনে অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ২২৬ টির বদলে ১২৪ টি মেট্রো চলবে। তবে এই রুটে সকালে প্রথম ও রাতের শেষ মেট্রোর সময়সীমার কোনো পরিবর্তন হয়নি। অন্যান্য দিনের মতন এ দিন সকাল ৬:৩০ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভে ও সকাল ৬:৩২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানে মেট্রো (Metro) ছাড়বে। এর পাশাপাশি, রাত ৯: ৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং রাত ৯: ৪৭ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে (Kolkata Metro)।