সপ্তাহের প্রথম দিনই মেট্রোতে চরম ভোগান্তি! স্টেশনে দাঁড়াতে হল ১ঘন্টা,বিপাকে যাত্রীরা

Published on:

Published on:

Kolkata Metro long wait in metro passengers stuck between 2 stations on first day of week

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শুরুতেই নাজেহাল মেট্রো (Kolkata Metro) যাত্রীরা। যান্ত্রিক গন্ডগোলের জন্য প্রায় ১ ঘন্টা দাঁড়িয়ে রইল মেট্রো। এর ফলে অফিস যাত্রী সকল মানুষদের অসুবিধা সম্মুখীন হতে হল। বিশেষ করে কবি সুভাষের জট প্রকাশ্য আসার পর থেকে নানা রকমের শহরে সব থেকে পুরনো লাইন অর্থাৎ ব্লু লাইনে মেট্রো পরিষেবায় বিভ্রাট দেখা দিয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।

স্টেশনে ঢোকার মুখে লম্বা লাইন, মেট্রো যাত্রায় হয়রানি নিত্যযাত্রীরা (Kolkata Metro)

ইস্ট ওয়েস্ট মেট্রো ও নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো চালু হওয়ার পর থেকে নর্থ সাউথ রুটে অনেকটাই চাপ বেড়েছে। এর ফলে গত কয়েক দিনে যাত্রীরা নানা ধরনের অভিযোগ তুলেছে মেট্রো পরিবহন ব্যবস্থা নিয়ে। এই অভিযোগ তোলার মাঝখানে আবার কবি সুভাষ মেট্রো বন্ধ থাকায় সমস্যা আরও তীব্র হয়েছে। তার মাঝে সপ্তাহের প্রথম দিন অফিস টাইমে মেট্রো (Kolkata Metro) বিভ্রান্তের ফলে চরম ভোগান্তির শিকারে পড়তে হল যাত্রীদের।

Kolkata Metro long wait in metro passengers stuck between 2 stations on first day of week

আরও পড়ুন: পাতে চাইবেন আরও ভাত, ধনে পাতা দেওয়া রুই মাছের ভিন্ন স্বাদের টেস্টি রেসিপি রইল আজ

সূত্রের খবর, সোমবার সকাল ৮ টা নাগাদ কবি নজরুল থেকে শহীদ ক্ষুদিরামের মাঝখানে আচমকারী দাঁড়িয়ে পড়ে একটি মেট্রো (Metro)। জানা যায় বিদ্যুৎ সরবরাহে বিভ্রাটের জেরে এই ঘটনাটি। এবং এই ঘটনায় সকাল ৮টা থেকে ৮:৫৪ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ ছিল। এমন কি সেই সময় মেট্রোর ভেতরে এসি বন্ধ হয়ে গিয়েছিল।

সপ্তাহের প্রথম দিনে এমন ঘটনার জেরে বহু যাত্রীকে সমস্যার মুখে পড়তে হয়েছে। এমনকি এই মেট্রো (Metro) পরিষেবার সমস্যার ফলে রেক এগোয় না। যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পাশাপাশি এই দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় সেই সকল পরীক্ষার্থীদেরও সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

এই দুর্ভোগের জেরে বহু যাত্রীরা অভিযোগ করেন, কবি সুভাষ মেট্রো (Metro) স্টেশন বন্ধ হওয়ার পর থেকে ব্লু লাইনের মেট্রো পরিষেবার দুর্ভোগ বেড়েছে। এর পাশাপাশি নোয়াপাড়া বিমানবন্দর পরিষেবায় শুরু হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে বলে অভিযোগ অধিকাংশ যাত্রীদের। তারা দাবি করেন প্রতিদিন মেট্রোয় কোনো না কোনো সমস্যা হচ্ছে। বিশেষত অফিস টাইমে পরিষেবা ভেঙে পড়ায় অফিসে যেতে দেরি হচ্ছে। এছাড়াও এই পরিষে এক ঘন্টা পর্যন্ত বন্ধ ছিল। তবে জানা যায়, মেট্রো ডাউন লাইনে পরিষেবা আবার ৯টা ২৫ মিনিট ও আপ লাইনের পরিষেবা ৯টা ৫২ মিনিট থেকে স্বাভাবিকভাবে শুরু হয়।