বাংলা হান্ট ডেস্ক: মেট্রো যাত্রীদের জন্য রইল সুখবর। কারণ গ্রীনলাইনে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা (Kolkata Metro)। পাশাপাশি হাওড়া ময়দান থেকে মেট্রো ছাড়ার সময়সীমা ও বাড়ছে। এর ফলে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
হাওড়া–কলকাতা রুটে গ্রিন লাইনের টাইমে বড় রদবদল (Kolkata Metro)
সূত্রের খবর, ১৫ ডিসেম্বর সোমবার থেকে গ্রীনলাইনে মেট্রোর (Kolkata Metro) সংখ্যা ২২৬ টির পরিবর্তে ২২৮ টি করা হবে। পাশাপাশি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা। এছাড়া শনিবার ২০২ টি মেট্রোর বদলে পাওয়া যাবে ২০৪ টি মেট্রো পরিষেবা। পাশাপাশি বাড়ানো হচ্ছে রোববার এই মেট্রো। সেই দিন ১০৪ টি বদলে ১০৮ টি পরিষেবা মিলবে।

আরও পড়ুন: ফের বন্ধ হতে চলেছে বিদ্যাসাগর সেতু! কোন সময় থেকে আর গাড়ি নিয়ে ঢোকা যাবে না, জানুন
এদিকে সোমবার সকাল ৬:৩৯ মিনিটে সরিলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের দিকে প্রথম মেট্রো ছাড়বে। অপরদিকে ১৫ মিনিট এগিয়ে সকাল ৬:৩০ মিনি টা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এর মেট্রো ছাড়বে। পাশাপাশি শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯:৪৭ মিনিটের বদলে ৯:৫৫ সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের জন্য।
আর রাত ৯:৪৫ মিনিটের বদলে ৯:৫৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এর দিকে মেট্রো ছাড়বে। পাশাপাশি রাত ১০:৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত মেট্রো চলবে।
এছাড়াও ১৫ ডিসেম্বর থেকে হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ছাড়বে ১০: ৫ মিনিটে। সপ্তাহের সাতদিনই এই সময়ে শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে। হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক স্টেশন পর্যন্ত যাবে ওই মেট্রোটি (Kolkata Metro)।












