অপেক্ষার অবসান! কাটল বহুদিনের জট, মিলল অনুমতি! এবার এই নয়া রুটেও ছুটবে মেট্রো

   

বাংলাহান্ট ডেস্ক : জমি সংক্রান্ত জটিলতার কারণে সমস্যা সৃষ্টি হয়েছিল গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর (Kolkata Metro) কাজে। ২০২১ সালে এই মেট্রোর কাজ শুরু হলেও বারবার আসছিল বিভিন্ন বাধা। হজ হাউজ থেকে কৈখালি ক্রসিং পর্যন্ত ৪৫০ মিটার ও চিনার পার্ক থেকে হলদিরাম পর্যন্ত ৩৪ মিটার জায়গায় তৈরি হয়েছিল সমস্যা।

চিনার পার্কের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাফিকের চাপ থাকার জন্য মিলছিল না পুলিসের অনুমতি। যার জেরে ভায়াডাক্ট নির্মাণ করা সম্ভব হচ্ছিল না নিকো পার্কের কাছে। তাই ক্রমশ চাপা উত্তেজনা বাড়ছিল মেট্রো কর্তৃপক্ষ ও বিধাননগর পুলিশের মধ্যে। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কাজের জন্য অবশেষে মিলেছে বিধাননগর পুলিশ কমিশনারেটের NOC।

আরোও পড়ুন : গার্ডেনরিচ কাণ্ডের পরেও শিক্ষা নেই! গ্রামীণ হাওড়ায় মাথাচাড়া দিয়ে উঠছে ‘বেআইনি’ বহুতল, ক্ষুব্ধ স্থানীয়রা

তারপরই শুরু হয়েছে ট্রায়াল রান। ট্রায়াল রানের পর  সবদিক খতিয়ে দেখে রিপোর্ট তৈরি হবে। পাশাপাশি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ট্রাফিক ব্লকের সমস্যা মিটে গেলে শুরু হয়ে যাবে ভায়াডাক্ট নির্মাণের কাজ। সেই কাজ মিটলে তিন মাসের মধ্যেই লাইন সম্প্রসারণের কাজ শেষ হবে আশা করা হচ্ছে। কবে থেকে সম্প্রসারিত লাইনে মেট্রো চলাচল করবে? মেট্রো কর্তৃপক্ষ তিন মাসের সময়সীমা নিয়েছে।

metro

এই তিন মাসের মধ্যে সম্প্রসারিত লাইনে কাজ শেষ করতে চাইছে মেট্রো। সম্প্রসারণের কাজ সম্পূর্ণ শেষ হলে পুজোর মধ্যেই শুরু হয়ে যেতে পারে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো চলাচল। একই সাথে মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দের জন্য সমস্ত দিক খুঁটিয়ে দেখছে। যাত্রীদের ঢোকা ও বেরোনোর জন্য প্রশস্ত পথ, পর্যাপ্ত আলো, সঠিক সিগন্যালিং ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর