বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতেই যাত্রীদের কথা মাথায় রেখে কলকাতা মেট্রোর (Kolkata Metro)তরফ থেকে নেওয়া হল উদ্যেগ। ছুটির দিনে মানুষজনের যাতে যাতায়াত আরও সহজ হয় তার জন্য জানুয়ারি মাসের টানা চারটি রবিবার অর্থাৎ (৪,১১,১৮,২৫) জানুয়ারি কলকাতার মেট্রো ব্লু লাইন ও গ্ৰিন লাইনে চালু থাকবে অতিরিক্ত মেট্রো পরিষেবা।
রবিবারে যাত্রী স্বস্তিতে জানুয়ারির চার সপ্তাহ বাড়তি মেট্রো পরিষেবা (Kolkata Metro)
এই চারটে রবিবার ব্লু লাইনে ১৬০ টি মেট্রো পরিষেবা চালানো হবে। অর্থাৎ অপ লাইনে ৮০ টি ও ডাউন লাইনে ৮০ টি মেট্রো চালানো হবে। যেখানে অন্যান্য রবিবার ১৩০ টি করে ট্রেন চলাচল করে। এবার দেখে নিন টাইম টেবিল (Kolkata Metro)।

আরও পড়ুন: শীতের ছুটিতে ‘ফ্যামিলি ট্রিপ’ চাই? বাচ্চাদের নিয়ে ঘুরে দেখুন এই ৫ গন্তব্যে
প্রথম মেট্রো:
দক্ষিণেশ্বর:-শহিদ ক্ষুদিরাম: সকাল ৯টা
শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর: সকাল ৯টা
নোয়াপাড়া-শহিদ ক্ষুদিরাম: সকাল ৯টা
(সময় অপরিবর্তিত)
শেষ মেট্রো
দক্ষিণেশ্বর:-শহিদ ক্ষুদিরাম: রাত ৯টা ৩৩
শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর: রাত ৯টা ৩৩
শহিদ ক্ষুদিরাম-দমদম: রাত ৯টা ৪৪
তবে বিকেল ৩টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত ব্লু লাইনে ১০ মিনিটের বদলে প্রতি ৮ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
একনজরে দেখে নিন জানুয়ারি মাসের গ্রিন লাইনে পরিষেবার টাইম টেবিল:
জানুয়ারি মাসে সপ্তাহের শেষে মানুষ কোথাও না কোথাও ঘুরতে যায়। যার কারণবশত অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়ার কথা ভেবেছে কর্তৃপক্ষ। এবার জেনে নিন এই চার সপ্তাহে গ্রিনলাইনে মেট্রো পরিষেবার টাইম টেবিল।
প্রথম মেট্রো
সল্টলেক সেক্টর ফাইভ-হাওড়া ময়দান: সকাল ৯টা ২ মিনিট
হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ: সকাল ৯টা
সিটি সেন্টার-হাওড়া ময়দান: সকাল ৯টা
শেষ মেট্রো
সল্টলেক সেক্টর ফাইভ-হাওড়া ময়দান: রাত ৯টা ৫৫
হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ: রাত ৯টা ৫৫
হাওড়া ময়দান-সেন্ট্রাল পার্ক: রাত ১০টা ৫ মিনিট
অর্থাৎ, গ্রিন লাইনে বিকেল ৪টা ২ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বদলে প্রতি ১০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা মিলবে। তবে ইয়েলো লাইনে এই রবিবারগুলিতে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে। কিন্তু অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে আগের মতোই কোনও মেট্রো চলবে না (Kolkata Metro)।












