বাংলাহান্ট ডেস্ক : চলতি বছরে ঢেলে সাজানো হয়েছে কলকাতা মেট্রোকে (Kolkata Metro)। একগুচ্ছ নতুন রুট চালু হয়েছে শহরের অন্যতম এই গণপরিবহনে। মেট্রোর সবথেকে পুরনো ব্লু লাইনে কিছু সমস্যা দেখা দিলেও তিনটি নতুন রুটে মেট্রো চলাচল শুরু করেছে। যদিও অরেঞ্জ লাইনে এখনও পর্যন্ত পুরোপুরি পরিষেবা চালু করা হয়নি যাত্রীদের জন্য। অবশেষে এ নিয়ে বড় আপডেট দিল মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ।
আরও সম্প্রসারণ হবে কলকাতা মেট্রোর (Kolkata Metro)
দীর্ঘদিন ধরেই চিংড়িঘাটা নিয়ে জট লেগে ছিল কলকাতা মেট্রোর (Kolkata Metro) কাজে। তবে সম্প্রতি সেই সমস্যার সমাধান হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর কেটেছে জট। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই চিংড়ি ঘাটা এলাকার আটকে থাকা কাজ শুরু হয়ে যাবে বলে খবর। আর তেমনটা হলে অরেঞ্জ লাইনে মেট্রোর (Kolkata Metro) বাকি অংশেও পরিষেবা দ্রুত শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।

কবে শুরু হবে পরিষেবা: শুক্রবার কলকাতা মেট্রোর (Kolkata Metro) জেনারেল ম্যানেজার বলেন, আরও সম্প্রসারণ হতে চলেছে মেট্রোর। চলছে তারই কাজ। এর মধ্যে ৫৭ কিমি পথের অনুমোদন মিলেছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, ২০২৬ সালের মধ্যেই ২৯ কিমি কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। এর মধ্যে ১৯ কিমি অংশে দ্রুত বাণিজ্যিক পরিষেবা চালু করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে তবে আগামী বছরের ডিসেম্বর থেকেই নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে সম্পূর্ণ পরিষেবা চালু হয়ে যাবে।
আরও পড়ুন : ‘ঘর ওয়াপসি’ শোভনের, নয়া NKDA চেয়ারম্যানকে ভাইফোঁটায় কী দিলেন মুখ্যমন্ত্রী?
চলছে পার্পল লাইনের কাজ: শুধু অরেঞ্জ নয়, মেট্রোর পার্পল লাইনেও দ্রুত কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের (Kolkata Metro)। পার্পল লাইনে বর্তমানে জোকা থেকে মাঝেরহাট স্টেশন পর্যন্ত চালু রয়েছে যাত্রী পরিষেবা। এছাড়া খিদিরপুর থেকে ভূগর্ভস্থ অংশের কাজ শুরু হয়ে গিয়েছে। ২০২৯ সালের মধ্যে পার্পল লাইনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কলকাতা মেট্রো।
আরও পড়ুন : মা শুভশ্রীর কোলে বসে ভাইফোঁটা ইয়ালিনীর, প্রণামের কথা বলতেই যা কাণ্ড করল ইউভান…
কলকাতা মেট্রোর ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে বারাসত রুটে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু রয়েছে বর্তমানে। ২০২৯ সালের মধ্যেই মাইকেল নগর এই লাইনে যুক্ত হয়ে যাবে বলেও জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। অরেঞ্জ লাইনের পরিষেবা চালু হলে এয়ারপোর্ট থেকে দুদিকে ভাগ হয়ে যাবে মেট্রোর রুট।













