এক লক্ষের বেশি বেড়েছে যাত্রী, দৈনিক কোটি টাকা আয়ের লক্ষ্য, লক্ষ্মীলাভ কলকাতা মেট্রোর

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : একসঙ্গে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তিনটি নতুন লাইনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন রুট সম্প্রসারিত হওয়ায় শহরের বিভিন্ন প্রান্তের সঙ্গে মেট্রো পথে জুড়ে গিয়েছে। এতে লাভবান হয়েছেন বহু মানুষ। বিশেষ করে কলকাতা মেট্রোর (Kolkata Metro) গ্রিন লাইনে যাত্রী বেড়েছে কার্যত রেকর্ড সংখ্যক। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মেট্রোর আয়। বঙ্গ বিজেপির তরফে এবার প্রকাশ করা হল বিভিন্ন লাইনে বর্ধিত যাত্রী সংখ্যা এবং আয়ের খতিয়ান।

কলকাতা মেট্রোর (Kolkata Metro) নতুন রুট উদ্বোধন হতেই বাড়ল আয়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়েছে হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন হয়ে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর- এই তিনটি রুট। যাত্রী পরিষেবা শুরুর দিন থেকেই উপচে পড়া ভিড়। যারা সল্টলেক সেক্টর ফাইভে আসেন কর্মসূত্রে তাদের প্রচুর সুবিধা হয়েছে মেট্রো (Kolkata Metro) রুট উদ্বোধন হওয়াতে। অনেকটাই সময় সাশ্রয় হচ্ছে এতে।

Kolkata Metro passengers and income increased after new routes

বেড়েছে যাত্রী সংখ্যা: বঙ্গ বিজেপির তরফে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ১ লক্ষেরও বেশি যাত্রী বেড়েছে কলকাতা মেট্রোয় (Kolkata Metro)। গ্রিন লাইনে সর্বোচ্চ রয়েছে যাত্রী সংখ্যা। ৮০ হাজার যাত্রী রয়েছে এই লাইনে। ব্লু লাইনে যাত্রী রয়েছে ১০ হাজার, ইয়েলো লাইনে ৭ হাজার এবং অরেঞ্জ লাইনে ২৫০০ জন।

আরও পড়ুন : ছন্দে ফিরল জি বাংলা, নম্বর বাড়িয়ে পুরনো স্থান দখল ‘ফুলকি’র, সেরার সেরা কে?

বেড়েছে মেট্রোর আয়: প্রতিদিন প্রায় ৩৮.৮ লক্ষ টাকা আয় হচ্ছে বলে জানানো হয়েছে পোস্টে। সেখান থেকে দৈনিক ১ কোটি আয় ছোঁয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মেট্রোতে (Kolkata Metro) নতুন লাইন যোগ হওয়ায় বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থা মিলছে বলে উল্লেখ করা হয়েছে পোস্টে।

আরও পড়ুন : দুই বাচ্চার মা হয়ে সারল্য হারিয়েছেন? দেবের মন্তব্যে শুভশ্রী বললেন, ‘…এমন অসম্মান’! ফের ভাঙল জুটি

জানিয়ে রাখি, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত রয়েছে ব্লু লাইন। গ্রিন লাইন মেট্রো হল হাওড়া এবং শিয়ালদহ স্টেশন হয়ে হাওড়া ময়দান-সেক্টর ফাইভ পর্যন্ত। নোয়াপাড়া-জয়-জয় হিন্দ বিমানবন্দর রুট হল ইয়েলো লাইন। হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত রুট হল অরেঞ্জ লাইন। এই নতুন রুট বেলেঘাটা এবং সায়েন্স সিটির কাছে বড় হাসপাতালগুলিকে যুক্ত করবে। এর সঙ্গে আবার যুক্ত হবে সল্টলেক সেক্টর ফাইভ। ফলত ব্যস্ত সময়ে অফিসযাত্রীদের সুবিধা হবে অনেকটাই। জোকা থেকে তারাতলার পার্পল লাইনের মেট্রো (Kolkata Metro) রুট ভিক্টোরিয়া হয়ে এসপ্ল্যানেড আসবে।