সময় লাগছে তিনগুণ, বেড়েছে ভাড়াও! ভোগান্তির শেষ নেই মেট্রো রুটে ক্ষুব্ধ যাত্রীরা

Published on:

Published on:

Kolkata Metro passengers angry over double disruptions triple delays and fare pressure on metro routes

বাংলা হান্ট ডেস্ক: কলকাতা মেট্রো (Kolkata Metro) রেলের সমস্যা যাত্রীদের কাছে নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। প্রায় এক মাসের ওপর হতে গেল দক্ষিণের একেবারে প্রান্তিক স্টেশন কবি সুভাষ স্টেশনের একটি অংশে ভাঙ্গনের পর থেকে একাধিক সমস্যা দেখা দিয়েছে ব্লু লাইনে। এই সমস্যার ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। এমনকি ৩০ মিনিটের পথ পেরতে সময় লাগছে প্রায় ১.৫ ঘন্টা। এর পাশাপাশি বাড়ছে যাতায়াতের ভাড়া। এই সমস্যার জন্য যথারীতি নাস্তানাবুদ হচ্ছেন যাত্রীরা।

মেট্রো রুটে জোড়া বিপত্তি, তিনগুণ দেরি আর ভাড়ার চাপে ক্ষুব্ধ যাত্রীরা (Kolkata Metro)

ব্লু লাইনের মেট্রো পরিষেবার (Kolkata Metro) বিভ্রাট নতুন কিছু নয় এখন যাত্রীদের কাছে। প্রতিদিন লেগে রয়েছে এই লাইনে একাধিক সমস্যা। এর ফলে যথারীতি যাত্রীদের ভোগান্তি শিকার হতে হচ্ছে। অফিসই যাওয়া হোক কিংবা বাড়ি ফেরার ক্ষেত্রে দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। উদাহরণস্বরূপ বলা যায়, সোমবার রাত্রি ৯:৪৫ মিনিটে চাঁদনী থেকে মেট্রোয় উঠেছিল বেসরকারি সংস্থার এক কর্মী। থমকাতে থমকাতে শহীদ ক্ষুদিরাম স্টেশনে সেই মেট্রোটি পৌঁছয় তখন রাত্রি ১১ টা। যে দূরত্ব মেট্রো মাত্র আধ ঘন্টায় অতিক্রম করার কথা সেই পথ অতিক্রম করতে সময় নিচ্ছে প্রায় দেড় ঘন্টা। তবে এখানেই দুর্ভোগ শেষ নয়। মেট্রো স্টেশন থেকে বেরোতে গেলে পড়তে হচ্ছে নানান সমস্যায়। ২০ টাকার বদলে ৩০ টাকা কেটে নেওয়া হয় কার্ড থেকে।

Kolkata Metro passengers angry over double disruptions triple delays and fare pressure on metro routes

আরও পড়ুন: প্রতিদিন এক গ্লাস ‘তুলসী বীজের’ শরবতই যথেষ্ট, সঠিকভাবে খেলেই মিলবে বহু রোগ থেকে সুরক্ষা

যদিও মেট্রো নিয়ম অনুযায়ী, রাতের বিশেষ মেট্রো (Metro) অর্থাৎ ১০:২০ মিনিটে যে ট্রেনটি ছাড়ে তার জন্য অতিরিক্ত চার্জ হিসাবে ১০ টাকা নেওয়া হয়‌‌। তাই রাত সাড়ে দশটা বেঁচে গেলে গেট দিয়ে বেরোতে গেলে দিতে হচ্ছে। এই অতিরিক্ত টাকা। যারা কাগজের টিকিট কেটে যাচ্ছেন তাদের গেটের পাশ দিয়ে বের করে দেওয়া হচ্ছে। কিন্তু যারা স্মার্ট কার্ড পাঞ্চ করে বেরোচ্ছেন তাদের পকেট থেকে কাটা যাচ্ছে অতিরিক্ত ১০ টাকা।

এইরকম অতিরিক্ত টাকা কাটার জন্য সোমবার রাতে শহীদ ক্ষুদিরাম স্টেশনে বিক্ষোভ দেখালেন বেশ কয়েকজন মেট্রো যাত্রী‌। এই বিক্ষোভ দেখানোর ফলে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের স্টেশন মাস্টার নিজের পকেট থেকে অতিরিক্ত ১০ টাকা বার করে ফেরত দেন যাত্রীদের।

যদিও এই প্রসঙ্গে যাত্রীদের মন্তব্য, রাত্রিবেলা মেট্রো দুর্ভোগের জেরে গন্তব্যের স্টেশনে পৌঁছতে প্রায় ১০:৩০ বেজে যাচ্ছে। এরপর তাড়াহুড়ো করে বেরোচ্ছেন তারা প্রত্যেকে। এমনকি কার্ড পাঞ্চ করলে পরে সঙ্গে সঙ্গে কেটে নিচ্ছে ১০ টাকা বেশি। এই অতিরিক্ত টাকার বিষয়টি খেয়াল করেছেন অনেকে। আর নিত্যদিন অতিরিক্ত টাকা কাটায় সোমবার রাতে যাত্রীরা যথারীতি বিক্ষোভ দেখান‌। এছাড়াও যাত্রীরা আভিযোগ করেন, বর্তমানে মেট্রোয় ওঠা আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। কোন কারন ছাড়াই মেট্রো (Metro) দেরিতে ছাড়ছে। যার কারণবশত পকেটে চাপ পড়ছে নিত্য যাত্রীদের।