বাংলা হান্ট ডেস্ক: আবারও খবরের শিরোনামে কলকাতা মেট্রো (Kolkata Metro)। রবিবার ছুটির দিনে সকাল থেকে কলকাতা গ্ৰিন লাইনের যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। হাওড়া ময়দান থেকে মেট্রো ধরবেন বলে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। তবে মেট্রোর গেট বন্ধ। অথচ আগাম এই বিষয়ে কোন ঘোষণা নেই। যদিও পড়ে জানা যায়, শনিবার রাতভর সিগনালিং এর কাজ চলেছে। পাশাপাশি বেশ কিছু টেকনিক্যাল এর কাজ হয়েছে। তাই সকালে নির্ধারিত সময়ে মেট্রো চলাচল হয়নি। আর এর ফলে কার্যতো অসুবিধা সম্মুখীন হয়েছেন যাত্রীরা। পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন।
রবিবার সকালে হঠাৎ গ্রিন লাইনে মেট্রো না চলায় যাত্রী ভোগান্তি (Kolkata Metro)
রবিবার সকাল থেকে গ্রীন লাইন এ মেট্রো চলাচল না করার ফলে যাত্রীরা সমস্যার মুখে পড়েছে। পাশাপাশি ক্ষোভ উগড়ে দিয়েছেন নাকাল যাত্রীরা। এছাড়াও মেট্রোর মুখে জনসংযোগ আধিকারিক এই সময় অন লাইনকে এস এস কান্নান জানান, রবিবার বেলা বারোটা থেকে গ্রীন লাইনের মেট্রো চলাচল হওয়ার কথা।

আরও পড়ুন: ছুটির মরশুমে দিঘায় ভিড়ের রেকর্ড! আবাসন সংকটে সৈকতেই পর্যটকদের কাটাতে হবে রাত?
পাশাপাশি যাত্রীদের অভিযোগ, রবিবার বাস ট্রেন তুলনামূলকভাবে অন্যান্য দিনের থেকে কম থাকে। তাছাড়া এই ঠান্ডায় সকালের দিকে গাড়ি পাওয়ার দুষ্কর। যার কারণবশত এই ছুটির দিনে সকালে মেট্রো ধরে হাওড়া থেকে কলকাতায় আসবেন, তাদের বিশেষ করে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।
এছাড়াও, হাওড়া ময়দানে এসে দেখেন মেট্রোর গেট বন্ধ। যদিও দুপুর ১২টা ৩১ মিনিটে অবশেষে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়, ATO টেস্টিংয়ের জন্য এ দিন ১২টা থেকে হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালু হয়েছে (Kolkata Metro)।












