নতুন রুট চালু হতে না হতেই গণ্ডগোল পুরনো লাইনে, সপ্তাহান্তে ভোগান্তিতে মেট্রো যাত্রীরা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহান্তে ফের ভোগান্তির মুখে পড়তে হবে শহরবাসীকে। কলকাতা মেট্রোর (Kolkata Metro) নতুন রুট সম্প্রসারিত হয়েছে, তেমনই আবার বিভিন্ন লাইনে শুরু হতে চলেছে রক্ষণাবেক্ষণের কাজও। এমনিতেই বন্ধ রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন। ব্লু লাইনের দক্ষিণে প্রান্তিক স্টেশন এখন শহিদ ক্ষুদিরাম। তবে এবার সেখানেও গণ্ডগোল। আগামী রবিবার টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা (Kolkata Metro)।

সপ্তাহান্তে সমস্যায় পড়বে কলকাতা মেট্রোর (Kolkata Metro) যাত্রীরা

বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করেছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, আগামী ৩০ শে অগাস্ট রাত ১১ টা থেকে ৩১ শে অগাস্ট বেলা ৩ টে পর্যন্ত কাজ চলবে। এই রক্ষণাবেক্ষণের জেরেই বন্ধ থাকবে মেট্রো (Kolkata Metro) পরিষেবা। তবে রবিবার বিকেল ৪ টের পর থেকে ফের চালু হবে যাত্রী পরিষেবা।

Kolkata Metro Passengers will face problem in weekend

কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে: পাশাপাশি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এদিন একটি বিশেষ মেট্রোও চলবে। মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন বোর্ডের পরীক্ষার জন্য চালানো হবে বিশেষ মেট্রো (Kolkata Metro)। এদিন সকাল সাতটায় টালিগঞ্জ স্টেশন থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত চলবে একটি মেট্রো (Kolkata Metro)। পাশাপাশি গ্রিন লাইনে সকাল নটার বদলে সকাল আটটায় প্রথম মেট্রো চলবে।

আরও পড়ুন : ‘গোবিন্দা শুধু আমার’, নিন্দুকদের সপাটে ‘থাপ্পড়’ কষিয়ে বিচ্ছেদের গুঞ্জন ওড়ালেন সুনীতা

রয়েছে একাধিক সমস্যা: বর্তমানে নতুন সম্প্রসারিত রুটগুলিতে যাত্রী সংখ্যা বেড়েছে ঠিকই, তবে বিভিন্ন সময়ে দুর্ভোগ অব্যাহত রয়েছে যাত্রীদের। যান্ত্রিক ত্রুটির পাশাপাশি টানেলে জল জমার মতো সমস্যাও রয়েছে। এর জেরে যাত্রীদের মধ্যে বাড়ছে ক্ষোভও।

আরও পড়ুন : গলিয়ে দেয় পাকস্থলী, বাড়বে হার্ট অ্যাটাকের ঝুঁকি! শরীরের জন্য বিষ সমান এই বহুল পরিচিত মাছ

কবি সুভাষ মেট্রো (Kolkata Metro) স্টেশনে রক্ষণাবেক্ষণের জেরে শহিদ ক্ষুদিরাম প্রান্তিক স্টেশন হিসেবে বিবেচিত হচ্ছে। আবার কখনও কখনও মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্তও চলছে মেট্রো। সেক্ষেত্রে শহিদ ক্ষুদিরাম স্টেশনের যাত্রীদের পড়তে হচ্ছে সমস্যায়। আর এবার সপ্তাহান্তেও ভোগান্তির মুখে পড়তে হবে যাত্রীদের।