বাংলাহান্ট ডেস্ক : কবি সুভাষ মেট্রো স্টেশনে (Kolkata Metro) জোরকদমে শুরু হয়ে গিয়েছে মেরামতির কাজ। ফাটলের জেরে পুরো স্টেশনটাই ভেঙে গড়তে হচ্ছে নতুন করে। একাধিক ফাটলের জেরে পরিস্থিতি কার্যত শোচনীয়। এর জেরে আপাতত বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। তাই শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনটি (Kolkata Metro) আপাতত প্রান্তিক স্টেশন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন (Kolkata Metro) নিয়ে নতুন পরিকল্পনা মেট্রো কর্তৃপক্ষের
এ বিষয়ে মেট্রোর জেনারেল ম্যানেজার বলেন, শহিদ ক্ষুদিরাম স্টেশনে ট্র্যাক পরিবর্তনের জন্য ‘রিভার্সাল পয়েন্ট’ তৈরি করার কথা ভাবা হচ্ছে। তবে সেক্ষেত্রে প্রয়োজন হবে আরও উন্নত সিগন্যালিং ব্যবস্থা প্রয়য়জন পড়বে। কবি সুভাষে পুনর্নির্মাণ কাজ চলছে জোরকদমে। স্টেশনটি (Kolkata Metro) পুরোটা ভেঙে শুরু হচ্ছে নতুন করে।
কত সময় লাগবে কবি সুভাষ স্টেশন মেরামতিতে: আগেই জানা গিয়েছিল, এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে অন্তত ৯ মাস সময় লাগবে। এখনও পর্যন্ত ছাদের অংশটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। এরপর হাত দেওয়া হবে প্ল্যাটফর্ম এবং পিলারে। সেই কাজ শুরু হয়ে গেলে এই স্টেশন (Kolkata Metro) দিয়ে আর কোনও ট্রেনই চলাচল করতে পারবে না।
আরও পড়ুন : টিকিটের হাহাকার, ৫ বছরে জেনারেল কোচে যাত্রী বাড়ল ৫৫২ কোটি! বড় সিদ্ধান্ত রেলের
শহিদ ক্ষুদিরাম হবে প্রান্তিক স্টেশন: এই প্রায় এক বছর পর্যন্ত সময়কালে ব্লু লাইনের প্রান্তিক স্টেশন হিসেবে বিবেচিত হবে শহিদ ক্ষুদিরাম স্টেশনটি (Kolkata Metro)। মেট্রো কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, মেট্রো চলাচলে কোনও রকম প্রভাব পড়বে না। শুধু কবি সুভাষ স্টেশনটি (Kolkata Metro) আপাতত বন্ধ থাকবে প্রায় এক বছরের জন্য। তাই যাত্রী পরিষেবায় কোনও রকম সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন : উত্তর থেকে দক্ষিণ সব পুজোর আপডেট এবার হাতের মুঠোয়, প্যান্ডেল হপিংকে নতুন মাত্রা দেবে এই সরকারি অ্যাপ
উল্লেখ্য, শহিদ ক্ষুদিরাম স্টেশনেও রিভার্সাল পয়েন্ট তৈরির ভাবনা রয়েছে। এর জন্য নতুন পরিকাঠামো প্রয়োজন। দরকার উন্নত সিগন্যালিং ব্যবস্থা। তবে এর জন্য এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও সময়সীমা নির্ধারণ করা হয়নি।