বাংলাহান্ট ডেস্ক : ভোগান্তির নাম কলকাতা মেট্রো (Kolkata Metro)। সপ্তাহের প্রথম দিনেই ব্লু লাইনে পরিষবা ব্যাহত। ধুঁকতে ধুঁকতে চলছে মেট্রো। অনেক সময় স্টেশনে দাঁড়িয়ে যাচ্ছে মেট্রো, আবার কখনো কখনো যাত্রীদের ট্রেন খালি করে দিতে বলা হচ্ছে। যাত্রীদের অভিযোগ, স্টেশনে লাগানো টাইম বোর্ডে মেট্রোর সময় দেখাচ্ছে। অথচ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আসছে না মেট্রো। কিছুক্ষণ পর আবার সময় বদলাচ্ছে বোর্ডে কিন্তু মেট্রোর (Kolkata Metro) দেখা নেই। এভাবে ভিড় বেড়েই চলেছে স্টেশনে।
ফের মেট্রো (Kolkata Metro) সমস্যা ব্লু লাইনে
সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তির এক শেষ যাত্রীদের। অভিযোগ উঠছে, পরপর মেট্রো বাতিল। সময়সূচী মেনে চলছে না ট্রেন। ফলত ৪৫ মিনিট, এক ঘন্টা পর্যন্তও অপেক্ষা করতে হচ্ছে। সঙ্গে আরও এক সমস্যা জুড়েছে। অনেকক্ষণ ধরে মেট্রো না থাকায় একটি ট্রেনেই গাদাগাদি ভিড় হচ্ছে। ফলত অনেক যাত্রী উঠতেই পারছেন না মেট্রোতে।

একটি অংশে চলছে মেট্রো: কী কারণে এই সমস্যা তাও জানা নেই মেট্রো কর্তৃপক্ষের। তবে ঘোষণা করা হয়, ব্লু লাইনের সর্বত্র মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্তই চলছে মেট্রো। তাও পরিষেবা স্বাভাবিক নয় বলে অভিযোগ যাত্রীদের।
আরও পড়ুন: চলতি মাসের এই দিনে দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট! দুর্ভোগ এড়াতে আগেভাগে সেরে রাখুন প্রয়োজনীয় কাজ
কী কারণে দুর্ভোগ: মেট্রোর (Kolkata Metro) তরফে শেষমেশ জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা। কিন্তু যাত্রীদের প্রশ্ন, ব্লু লাইনেই কেন এত দুর্ভোগ? অনেকে অভিযোগ করেছেন, সবথেকে পুরনো লাইন হওয়ায় অবহেলিত ব্লু লাইন।
আরও পড়ুন : সম্পত্তি ভাগাভাগি নিয়ে অন্তর্দ্বন্দ্ব? ধর্মেন্দ্রর খামারবাড়ি কার ভাগে পড়বে?
এই লাইনের নিত্যযাত্রীদের অভিযোগ, রোজই সমস্যা লেগে থাকে ব্লু লাইনে। কখনো শোনা যায় রেক খারাপ, কখনো সিগন্যালের সমস্যা। দীর্ঘক্ষণ মেট্রো বাতিল থাকায় বাড়ছে ভিড়। সপ্তাহের প্রথম দিনেই কর্মব্যস্ত সময়ে এমন বিপত্তিতে ক্ষুব্ধ যাত্রীরা।












