আর বাধা নেই মেট্রোর পার্পেল লাইনে, জমি বদল চুক্তিতে নতুন ঠিকানায় নেপাল কনস্যুলেট

Published on:

Published on:

Kolkata Metro Purple Line Work Gets Final Green Signal After Nepal Land Deal

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা মেট্রোর (Kolkata Metro) পার্পল লাইন নির্মাণের ক্ষেত্রে থাকা শেষ বাধাও অবশেষে কেটে গেল। একবালপুরে নেপাল কনস্যুলেট জেনারেলের জমির উপর দিয়েই তৈরি হবে পার্পল লাইনের রেলপথ। এই নিয়ে দীর্ঘদিন ধরে জটিল আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলছিল। অবশেষে জমি হস্তান্তর সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL)।

নেপাল কনস্যুলেটের জমির উপর দিয়েই যাবে মেট্রো (Kolkata Metro)

পার্পল লাইনের (Kolkata Metro) নকশা তৈরি করার সময়ই সমস্যা দেখা দেয়। একবালপুরের 7/1 ডি এল খান রোডে অবস্থিত নেপাল কনস্যুলেট জেনারেলের বর্তমান ভবনের উপর দিয়েই যাবে মেট্রো ট্র্যাক। ফলে প্রকল্প এগিয়ে নিয়ে যেতে কেএমআরসিএল-কে ওই জমি অধিগ্রহণ করতে হয়। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখে প্রথমে নেপাল কনস্যুলেটকে উপযুক্ত বিকল্প জমি দেওয়ার নির্দেশ ছিল কেন্দ্রের তরফে।

সেই মতো কনস্যুলেটের পাশেই, 1 নম্বর ন্যাশনাল লাইব্রেরি অ্যাভিনিউয়ের একটি জমি চিহ্নিত করে কেন্দ্রীয় রেল কর্তৃপক্ষ। জমিটি ছিল ব্যক্তিগত মালিকানাধীন। তাই জমির মালিককে ক্ষতিপূরণ দেওয়া হয়। এমনকি সেখানে বসবাসকারী তিনজন ভাড়াটেকেও ক্ষতিপূরণ দেওয়া হয় 2014 সালে।

ক্ষতিপূরণ পেয়ে গেলেও তিন ভাড়াটে বাড়ি খালি করতে অস্বীকার করেন। বদলে তাঁরা কলকাতা হাই কোর্টে একটি রিট পিটিশন জমা দেন। তবে হাই কোর্ট রায় দেয় কেএমআরসিএল-এর পক্ষেই। পরবর্তীতে মামলা যায় সুপ্রিম কোর্টে, কিন্তু সেখানেও কলকাতা হাই কোর্টের রায়ই বহাল থাকে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও জানায়, বৃহত্তর জনস্বার্থে কেন্দ্রীয় সংস্থার জমি অধিগ্রহণ সম্পূর্ণ ন্যায়সঙ্গত। আদালত সেখানে হস্তক্ষেপ করবে না। ২০২৫ সালের ডিসেম্বর মাসে মামলাটি চূড়ান্তভাবে খারিজ হয়ে যায়।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেএমআরসিএল জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করে। ১ নম্বর ন্যাশনাল লাইব্রেরি অ্যাভিনিউয়ের পুরনো বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। সেখানেই গড়ে উঠবে নেপাল কনস্যুলেটের নতুন ভবন। ইতিমধ্যেই জমি হস্তান্তর সংক্রান্ত সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নেপাল সরকারের মুখপাত্র তথা যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জগদীশ খারেল জানিয়েছেন, “জমি হস্তান্তর চুক্তি অনুযায়ী, নেপাল কনস্যুলেট জেনারেলের মালিকানাধীন ৪০৯.৫৩ বর্গমিটার জমি ভারতীয় রেলওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনকে দেওয়া হয়েছে। বিনিময়ে নেপাল কনস্যুলেট পাবে সংলগ্ন ৫২৬.৪৮ বর্গমিটার জমি।”

Kolkata Metro Purple Line Work Gets Final Green Signal After Nepal Land Deal

আরও পড়ুনঃ টেন্ডার ছাড়াই রাস্তা নির্মাণ! কৃষ্ণনগর পুরসভায় ফের দুর্নীতির অভিযোগ, হাইকোর্টে মামলা দায়ের

মেট্রো সূত্রে খবর, জমি হস্তান্তরের প্রক্রিয়া শেষ হওয়ায় এখন পার্পল লাইনের নির্মাণে আর কোনও বাধা নেই। খুব শীঘ্রই ৭/১ ডি এল খান রোডের উপরে দিয়ে ট্র্যাক তৈরির কাজ শুরু হবে। প্রকল্প সম্পূর্ণ হলে কলকাতার অন্যতম ব্যস্ত অংশ একবালপুর হয়ে মেট্রো পরিষেবায় যুক্ত হবে নতুন এই পার্পল লাইন (Kolkata Metro)।