ভোটের আবহে বড় চমক! প্রচুর লোক নেবে কলকাতা মেট্রো, আবেদন করে ফেলুন আজই

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষ। ভোটের আবহে ফের একবার সুখবর উঠে আসছে চাকরিপ্রার্থীদের জন্য। গোটা রাজ্যের যে কোনও প্রান্তের বাসিন্দারা আবেদন করতে পারবেন এখানে। চলুন এক নজরে দেখে নেব এই নিয়োগ সম্পর্কে।

নিয়োগকারী সংস্থা: কলকাতা মেট্রো রেল করপোরেশন লিমিটেড বা KOLKATA METRO RAIL CORPORATION LIMITED (KMRCL)

পদের নাম: জেনারেল ম্যানেজার (ইলেকট্রিক্যাল)

আরোও পড়ুন : কনফার্ম খবর! ব্যাঙ্ক অফ বরোদার জন্য এবার নয়া সিদ্ধান্ত RBI’র; আনন্দে লাফাচ্ছেন গ্রাহকরা

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে যাদের যোগ্যতা ও দক্ষতা রয়েছে তারা আবেদনের যোগ্য। এই সংক্রান্ত বিশদ জানার জন্য কলকাতা মেট্রোর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর বয়সী ব্যক্তিরা এখানে আবেদনের যোগ্য। অর্থাৎ যাদের বয়স ৫৫ বছরের মধ্যে তারা অনায়াসে আবেদন করতে পারবেন।

আরোও পড়ুন : এবার আরোও জবরদস্ত হবে NJP ট্যুর! এক্কেবারে ভোলবদল উত্তরবঙ্গ এক্সপ্রেসের, কী পরিবর্তন হচ্ছে?

আবেদন পদ্ধতি: এই পদে আবেদনের জন্য অফলাইন পদ্ধতি অবলম্বন করতে হবে। যাবতীয় সব তথ্য দিয়ে প্রথমে তৈরি করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদন পত্র। নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদির উল্লেখ থাকতে হবে এখানে। প্রত্যেকটি নথির সেলফ অ্যাটেস্টেড কপি যুক্ত করতে হবে এর সাথে। এরপরই আবেদন পত্র পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

MA, BEd, graduates sat for the fourth grade staff recruitment test in west bengal

 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: General Manager (Admin & HR), Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhawan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata- 700021

আবেদনের শেষ তারিখ: আগামী 06/06/2024। নির্দিষ্ট ঠিকানায় এই তারিখের মধ্যে আপনাকে পাঠিয়ে দিতে হবে আবেদন পত্র। আবেদন পত্র গৃহীত হলে আপনাদের সাথে যোগাযোগ করে নেওয়া হবে কর্তৃপক্ষের তরফে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X