বিপদের লাল সংকেত মেট্রো সুড়ঙ্গে! বড়সড় দুর্ঘটনার আশঙ্কার আগে নড়েচড়ে বসলেন কর্তৃপক্ষ

Published on:

Published on:

Kolkata Metro red signal of danger in metro tunnel authorities take action before fear of major accident

বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন আগেই স্টেশনে ফাটল দেখা দেওয়ায় কবি সুভাষ মেট্রো স্টেশন (Kolkata Metro)বন্ধ করে দেওয়া হয়েছে। আর এবার আরো ভয়াবহ চিত্র সামনে এল। সমীক্ষক সংস্থা রাইটার্সের তরফ থেকে একটি চিত্র সামনে নিয়ে আসা হল। যেখানে দেখা যাচ্ছে মাটির নিচে সুরঙ্গ থেকে একাধিক প্লাটফর্মে আমূল সংস্কারের প্রয়োজন।

আর তা করতে হলে মাঝে মধ্যেই বন্ধ রাখতে হতে পারে ব্লু লাইনের বিভিন্ন অংশের মেট্রো। আর এই ছবি ধরা পরার পর, তড়িঘড়ি ট্রেন্ডার ডেকেছে মেট্রো ভবন। সূত্রের খবর, এই কাজ করতে মোট ৮৯ লক্ষ ৭৫ হাজার ৫০ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি এর সময়সীমা লাগতে পারে প্রায় নয় মাসের কাছাকাছি।

মেট্রো সুড়ঙ্গে ফাটল! আতঙ্কে যাত্রীরা বিপর্যয় এড়াতে মেরামতির পথে প্রশাসন (Kolkata Metro)

সম্প্রতি পিলারে ফাটল (Crack In The Pillar) ধরা দেখা দিয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশনে। তারপর থেকে অন্যান্য স্টেশন গুলোর অবস্থা খতিয়ে দেখা হয়। তখনই মাটির তলায় স্টেশন গুলোর অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ জেনারেল ম্যানেজার। সূত্রের খবর, রাইটার্সের তরফে এ বিষয়ে রিপোর্ট জমা পড়েছে। তবে সেখানে তিনটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

Kolkata Metro red signal of danger in metro tunnel authorities take action before fear of major accident

আরও পড়ুন: রবিবারের সন্ধ্যা হোক জম জমাট! সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ‘গার্লিক পরোটা’, রইল রেসিপি

প্রথমত- মেট্রো লাইন, দ্বিতীয়ত- ডি- ওয়ালসহ মাটির নিচে সুরঙ্গের বর্তমান অবস্থা ও তৃতীয়ত প্ল্যাটফর্ম ও পিলারের অবস্থান। মেট্রোর সূত্রের খবর মাটির তলায় মেট্রো লাইন দিয়ে একটি রেকে ট্রেন ৮০ কিমি বেগে চলা চল করে‌।

কিন্তু সেখানে যা অবস্থা তাতে ৫৫ কিমি প্রতি ঘন্টার বেগের বেশি স্প্রিড তোলা উচিত নয়। এই রিপোর্ট পাওয়ার পর এবার নড়েচড়ে বসেছে প্রশাসন। প্রশাসনের তরফ থেকে এই সংস্করণের জন্য ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে।