বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগে যাত্রীদের জন্য বড় সুখবর দিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। মেট্রোয় ভিড় কমাতে এবং পরিষেবা আরও ঝঞ্ঝাটমুক্ত করে তুলতে এই বিশেষ উদ্যোগ নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। দাম কমল মেট্রোর (Kolkata Metro) স্মার্ট কার্ডের, পাশাপাশি স্মার্ট কার্ডের বৈধতাও বাড়ল। চলতি মাস থেকেই কার্যকর হচ্ছে স্মার্ট কার্ডের এই নতুন নিয়ম।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) স্মার্ট কার্ডের দাম কমল
নতুন নিয়মে বেশ কিছু বদল এসেছে স্মার্ট কার্ডে। রিফান্ডযোগ্য সিকিউরিটি ডিপোজিট আগে ৮০ টাকা থেকে কমে হয়েছে ৫০ টাকা। স্মার্ট কার্ডের (Kolkata Metro) নূন্যতম ইস্যু প্রাইস ১৫০ টাকা থেকে কমিয়ে আনা হয়েছে ১০০ টাকায়। এর মধ্যে রয়েছে সিকিউরিটি ডিপোজিট হিসেবে ৫০ টাকা, রাইড ভ্যালু ৫২ টাকা এবং ২ টাকা বোনাস। আগে স্মার্ট কার্ডের (Smart Card) বৈধতা ছিল ১ বছর। এবার সেটা এক ধাক্কায় বাড়িয়ে ১০ বছর করে দেওয়া হয়েছে।
এসেছে আরও একগুচ্ছ বদল: নতুন নিয়ম অনুযায়ী, বর্তমানে চালু থাকা বৈধ স্মার্ট কার্ডগুলির মেয়াদ রিচার্জ করার সময় বাড়িয়ে ১০ বছর করে দেওয়া হবে। আরও জানা গিয়েছে, প্রথমবার গেট ব্যবহার করার দিন থেকেই নতুন স্মার্ট কার্ডের (Kolkata Metro) বৈধতা শুরু হয়ে যাবে।
আরও পড়ুন : মঙ্গলে ভোগান্তি চরমে, বুধবার কী পরিস্থিতি শিয়ালদহ-হাওড়ার লোকাল ট্রেনের?
কোথায় পাওয়া যাবে স্মার্ট কার্ড: বুকিং কাউন্টার এবং ASCRM মেশিন দুই জায়গা থেকেই মিলবে নতুন স্মার্ট কার্ড। আবার এই দুই জায়গার পাশাপাশি অনলাইনেও রিচার্জ করা যাবে স্মার্ট কার্ড। কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে যাত্রীদের আবেদন জানানো হয়েছে, ভিড় এড়াতে বিশেষ কর্মব্যস্ত সময়ে এবং পুজোর সময়ে যাতে মেট্রোতে ভিড় নিয়ন্ত্রণ করা যায় তার জন্য বেশি করে স্মার্ট কার্ড ব্যবহার করতে।
আরও পড়ুন : পুজোর মুখে বড় ধাক্কা পর্যটকদের, ১০ টি সরকারি বাস বন্ধ করল দিঘা ডিপো
এছাড়াও রয়েছে ‘আমার মেট্রো কলকাতা’ অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে টিকিট কাটলে মিলবে ৫ শতাংশ ছাড়। যারা মেট্রোয় নিয়মিত যাতায়াত করেন তারা দীর্ঘমেয়াদে কার্ড ব্যবহার করতে পারবেন। আর যাদের স্বল্পমেয়াদী প্রয়োজন তারা যাত্রার পর কার্ড ফেরত দিয়ে সিকিউরিটি ডিপোজিট ফেরত পেতে পারবেন।