বাংলা হান্ট ডেস্কঃ আজ শুক্রবার কলকাতার মেট্রো (Kolkata Metro) যাত্রায় যোগ হল নতুন অধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শহরে চালু হল মেট্রোর তিনটি সম্প্রসারিত রুট। উদ্বোধনের মাধ্যমে মেট্রো পরিষেবায় যুক্ত হল প্রায় ১৪ কিলোমিটার রাস্তা।
তিনটি সম্প্রসারিত রুটের (Kolkata Metro) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এদিন কলকাতা মেট্রোর (Kolkata Metro) তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নোয়াপাড়া-বিমানবন্দর, শিয়ালদা-ধর্মতলা, রুবির মোড়-বেলেঘাটা, নতুন এই ৩ রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এদিন যশোর রোড স্টেশন থেকে মেট্রো পরিষেবার উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দমদম বিমানবন্দর স্টেশন অবধি মেট্রোতে সফর করবেন।
উদ্বোধনের পর শহরবাসীর জন্য খুলে দেওয়া হয়েছে নতুন রুট। তার সঙ্গে প্রকাশিত হয়েছে ভাড়ার তালিকাও। আসুন একটার নজরে দেখে নিন নতুন মেট্রো রুটের ভাড়ার তালিকা-
- হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সল্টলেক স্টেডিয়াম – ২০ টাকা
- হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ফুলবাগান মেট্রো স্টেশন – ২০ টাকা
- হাওড়া ময়দান মেট্রো থেকে শিয়ালদহ মেট্রো স্টেশন – ২০ টাকা
- হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সেক্টর ফাইভ মেট্রো স্টেশন – ৩০ টাকা
- হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে করুণাময়ী মেট্রো স্টেশন – ৩০ টাকা
- হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন – ৩০ টাকা
- হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সিটি সেন্টার মেট্রো স্টেশন – ৩০ টাকা
- হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন – ৩০ টাকা
- হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ভিআইপি বাজার মেট্রো স্টেশন – ৫০ টাকা
- হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন – ৫০ টাকা
- হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন – ৫০ টাকা
আরও পড়ুনঃ নেতাদের সঙ্গে মানুষের দূরত্ব এতটা? রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের
প্রধানমন্ত্রীর হাত ধরে শহরে নতুন তিনটি মেট্রো (Kolkata Metro) রুট চালুর ফলে শহরে যাতায়াত ব্যবস্থা যে আরও সহজ হলো তা নিয়ে কোন সন্দেহ নেই। বিশেষজ্ঞদের মতে, এই সম্প্রসারণে দৈনন্দিন যাতায়াতের গতি অনেকটাই বাড়বে, এছাড়া শহরের রাস্তায় যানজটও কিছুটা কমবে।