বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র বাকি ৫ দিন। তারপরই শুরু হবে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। প্রতিবারের মতন এবারও মেট্রোয় (Kolkata Metro) মাঝি গলার জায়গা থাকবে না। আরো একটা প্রশ্ন মাথায় ঘুরছে সকলের। ঠিকঠাক ভাবে মেট্রো চলবে তো? কারণ, দক্ষিণ প্রান্তের কবি সুভাষের টার্মিনাল স্টেশন মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পুজোর আগেই মেট্রোযাত্রীদের জন্য সুখবর। ব্যস্ত সময়ে ৮ মিনিটের বদলে ৬ মিনিট অন্তর চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। পাশাপাশি বাড়ানো হচ্ছে ট্রিপের সংখ্যাও। এবার থেকে এই লাইনে সোম থেকে শনিবার প্রতিদিন ১৮৬টির বদলে ২২৬ ট্রিপ মেট্রো চলবে।
ভিড়ের শহরে স্বস্তির খবর! ইস্ট-ওয়েস্ট মেট্রো এবার ৬ মিনিট অন্তর (Kolkata Metro)
আর কয়েকটা দিন। তারপরই প্যান্ডেল হপিংয়ের প্ল্যান চলবে জোরকদমে। উত্তর, দক্ষিণ থেকে মধ্য কলকাতার অধিকাংশ পুজো কভার করতেই হাঁপিয়ে ওঠেন অনেকে। তার মধ্যে আবার রাস্তার যানজট তো আছেই। তাই অনেকেই ভরসা রাখেন মেট্রোতে (Kolkata Metro)।
আরও পড়ুন: পুজোর আগে ট্রেনের ঝামেলায় পড়বেন না, চারচাকা ভ্রমণেই জমে উঠবে মামুডি যাত্রা
তবে এবার মেট্রোয় বেড়েছে রুট সংখ্যা। পুজোয় যাত্রীরা যাতে নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন তার জন্য এবার বড় উদ্যোগ নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তি করে একথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শনিবার থেকেই এই বর্ধিত পরিষেবা চালু হবে।
সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল হচ্ছে না। তবে রবিবার মহালয়া উপলক্ষে খুব ভোরেই চালু হয়ে যাবে মেট্রো। পাশাপাশি বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও। সাধারণ রবিবার ১০৪টি পরিষেবা থাকে এই লাইনে। তার বদলে আগামীকাল মোট ১৩৬টি পরিষেবা চালানো হবে। সবটাই যাত্রীদের কথা মাথায় রেখে করা হচ্ছে।
এছাড়াও এই কয়দিন হাওড়া ময়দান স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা সকাল ৭টায় পাওয়া যাবে, যা সাধারণত সকাল ৯টায় শুরু হয়। সল্টলেক সেক্টর ফাইভ স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা সকাল ৭টায় পাওয়া যাবে। পুজোর জন্য় এই ব্যবস্থা করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে পুজোর ভিড়ের কথা মাথায় রেখে এই ব্যবধান কমিয়ে আনা হল। তাছাড়া শহীদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর রুটেও মেট্রো (Metro) ব্যবধান কমানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এখন দেখার বিষয় পুজোর দিনগুলিতে এই মেট্রো পরিষেবা জনসাধারণ কতটা স্বস্তিতে উপভোগ করতে পারেন।