বাংলাহান্ট ডেস্ক : ব্লু লাইনে সমস্যা যেন মিটছেই না। মেট্রো (Kolkata Metro) দেরিতে আসা থেকে লাইন সহ স্টেশনের সমস্যা, কলকাতা মেট্রোর সবথেকে পুরনো এই লাইনে একের পর এক বিভ্রাট লেগেই রয়েছে। তবে এবার সম্ভবত ভোগান্তির অবসান হতে চলেছে যাত্রীদের। অবশেষে চালু হতে চলেছে কবি সুভাষ মেট্রো (Kolkata Metro) স্টেশন। নতুন করে যাত্রী পরিষেবা্য দিনক্ষণ জানিয়ে দিল কর্তৃপক্ষ।
ফের চালু হচ্ছে কবি সুভাষ মেট্রো (Kolkata Metro) স্টেশন
পিলারে ফাটল দেখা দেওয়ায় মাস কয়েক আগে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় কবি সুভাষ মেট্রো (Kolkata Metro) স্টেশন। ব্লু লাইনের দক্ষিণে এটিই ছিল প্রান্তিক স্টেশন। পিলারে ফাটল দেখা দেওয়ায় পুরনো স্টেশন পুরোপুরি ভেঙে নতুন স্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। সেই মতো শুরু হয় কাজ। এবার জানা গেল কবে থেকে আবার চালু হতে চলেছে এই মেট্রো (Kolkata Metro) স্টেশন।
কবে চালু হবে স্টেশন: কলকাতা মেট্রোর (Kolkata Metro) নতুন জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্রা জানান, আগামী ৬-৭ মাসের মধ্যেই উত্তর-দক্ষিণ করিডরের কবি সুভাষ মেট্রো (Kolkata Metro) স্টেশন তৈরি হয়ে যাবে। অর্থাৎ ২০২৬ এর মাঝামাঝি সময় থেকেই ফের যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে এই স্টেশনে।
কী জানালেন ম্যানেজার: তিনি আরও বলেন, এই ভবন অনেক পুরনো। সবদিক বিবেচনা করে কাজ করার চেষ্টা করছেন তাঁরা। ২০২৬ এর মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন নতুন জেনারেল ম্যানেজার। উল্লেখ্য, কবি সুভাষ মেট্রো (Kolkata Metro) স্টেশনের কাঠামো এবং নতুন করে নির্মাণ নিয়ে শুরু হয়েছিল সমীক্ষা। সেই রিপোর্টও জমা পড়েছে ইতিমধ্যেই। আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু হতে চলেছে বলে জানিয়েছেন তিনি। শহিদ ক্ষুদিরাম স্টেশনের ক্রসওভারও আগামী সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে বলে জানান জেনারেল ম্যানেজার।
আরও পড়ুন : নামেই নিষেধাজ্ঞা, সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে দেদার মাছ ধরা, সঙ্কটে সমুদ্রের ইলিশ
প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে কবি সুভাষ মেট্রো স্টেশনে একাধিক পিলারে ফাটল ধরা পড়ে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ওই স্টেশনটি সম্পূর্ণ বন্ধ করে নতুন করে তৈরি হবে গোটা স্টেশন। প্রায় ৯.৪২ কোটি টাকা খরচ করে এই স্টেশনটি তৈরি হচ্ছে বলে খবর।