অফিস টাইমে সিগন্যালে বিভ্রাট! দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ রইল মেট্রো

Published on:

Published on:

Kolkata Metro rush hour disruption on Dakshineswar to Girish Park route halted

বাংলা হান্ট ডেস্ক: দিনের শুরুতে অসুবিধা সম্মুখীন হতে হল নিত্যযাত্রীদের। কারন আবারও কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়। এর ফলে অসুবিধা সম্মুখীন হতে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে ছাত্র-ছাত্রী সকলকে। তবে কেন পরিষেবা বন্ধ হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট নয়। তবে কার্যত প্রতিদিন এই মেট্রো বিভ্রাট এর ফলে ক্ষুব্ধ যাত্রীরা।

রাশ আওয়ারে বিপত্তি! থমকে দক্ষিণেশ্বর-গিরিশ পার্ক রুটের মেট্রো (Kolkata Metro)

গত কয়েক মাস ধরে মেট্রো বিভ্রাট যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিন কোন না কোন কারণেই সমস্যা দেখা দিচ্ছে মেট্রো লাইনে (Kolkata Metro)। যার ফলে অসুবিধার মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। আর এই মেট্রো বিভ্রাট এর ফলে দীর্ঘক্ষন ধরে বন্ধ থাকছে পরিষেবা। কখনো কখনো আংশিকভাবে চালু করা হলেও দীর্ঘক্ষণ পর আসছে মেট্রো (Kolkata Metro)।

Kolkata Metro rush hour disruption on Dakshineswar to Girish Park route halted

আরও পড়ুন: বাড়িতে রয়েছেন স্ত্রী, এদিকে তৃণমূল কাউন্সিলের ‘ধর্ষণে’ তরুণী জন্ম দিল সন্তানের! অভিযোগ পেতেই নড়েচড়ে বসল দল

যার ফলে ভিড়ে দম বন্ধ অবস্থা হচ্ছে যাত্রীদের। এমনকি মেট্রো (Metro) সফর বর্তমানে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নিত্যযাত্রীদের কাছে। আর এমনটাই আবারো পুনরাবৃত্তি ঘটল শুক্রবার সকালে। এই দিন সকাল ৮:১৫ মিনিট নাগাদ দমদম স্টেশনে ঘোষণা করা হয় অনিবার্য কারণে আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। স্বাভাবিকভাবে স্কুল ও অফিস টাইমে এই অসুবিধা হওয়ায় ক্রমাগত যাত্রী সংখ্যার ভিড় বাড়তে থাকে।

পাশাপাশি এই দিন ঘোষনা করা হয়, যাত্রীদের মেট্রোর কামরা খালি করে দেওয়ার জন্য। পরে মেট্রোরেলের সূত্রে জানানো হয়, দমদম স্টেশনের আগে সিগনালে সমস্যা দেখা দিয়েছিল। দ্রুত সমস্যার সমাধানের কাজ করেন ইঞ্জিনিয়ারা। যদিও শুক্রবার সকাল ৮:১৫ থেকে এক ঘন্টা প্রায় ভাঙা পথে ব্লু লাইনে মেট্রো চলাচল করে। তবে এই ভাঙ্গা পথে পরিষেবা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা।

প্রসঙ্গত দিনের শুরুতে মেট্রো (Kolkata Metro) বিভ্রান্তের ফলে ভোগান্তির শিকার হন যাত্রীরা। মেট্রো (Metro) সড়কপথে বা অন্যভাবে গন্তব্যে পৌঁছতে হয় তাদেরকে। সূত্রের খবর, এই অসুবিধে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করার চেষ্টা করা হচ্ছে । পাশাপাশি পরিষেবা দ্রুতই স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।