বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহের প্রথম দিনেও ভোগান্তি অব্যাহত রইল কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে। গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রায় ১৫ মিনিট ধরে স্তব্ধ হয়ে ছিল এদিন। কর্মব্যস্ত দিনে এভাবে আচমকা মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের চরম ক্ষোভের মুখে পড়তে হয় মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষকে।
ব্লু লাইনে ফের মেট্রো (Kolkata Metro) বিভ্রাট
মেট্রো সূত্রে খবর, এদিন বেলা সাড়ে এগারোটা থেকে সমস্যার সূত্রপাত। দক্ষিণেশ্বরগামী মেট্রো (Kolkata Metro) চলাচলে শুরু হয় বিলম্ব। সাড়ে বারোটা থেকে একেবারেই বন্ধ হয়ে যায় পরিষেবা। দমদম-নোয়াপাড়া মেট্রো স্টেশনের মাঝে বিদ্যুৎ সংযোগে সমস্যা দেখা দেওয়ায় গিরিশ পার্কে মেট্রো (Kolkata Metro) দাঁড়িয়ে যায়। তার জেরেই দক্ষিণেশ্বরের দিকে মেট্রো চলাচল ব্যাহত হয় প্রায় ১৫ মিনিট ধরে। যদিও দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল এদিন।
একাধিক মেট্রো বাতিল: নতুন তিনটি রুট উদ্বোধন হতেই ব্লু লাইন নিয়ে একের পর এক সমস্যায় জেরবার মেট্রো যাত্রীরা। মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্তই চলবে বেশ কিছু মেট্রো (Kolkata Metro)। ৩২ টি ট্রেন বাতিল করা হচ্ছে শহিদ ক্ষুদিরাম স্টেশনে। জানা যাচ্ছে, ব্যস্ত সময়ে দুটি মেট্রোর মাঝে ৫ মিনিট এবং অন্য সময়ে দুটি মেট্রোর (Kolkata Metro) মাঝে ৭ মিনিটের তফাৎ বজায় রাখার জন্যই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
আরও পড়ুন : দুই সন্তানকে নিয়ে ছাড়েন প্রথম স্বামীর ঘর, দ্বিতীয় বিয়ে করলেও এখনও ‘মালিয়া’ পদবীতেই আটকে জুন
ঘড়ি নিয়েও অভিযোগ: মাঝে মাঝেই বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ছে মেট্রো, পরিষেবা চালু হতে লেগে যাচ্ছে অনেকটা সময়। উপরন্তু পরবর্তী মেট্রোর সময় দেখানোও বন্ধ হয়ে গিয়েছে ব্লু লাইনে। যাত্রীরা অভিযোগ করেছে, সময়মতো মেট্রো (Kolkata Metro) চালাতে পারছে না কর্তৃপক্ষ। তাই পরবর্তী মেট্রোর (Kolkata Metro) সময় দেখানোই বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও আধিকারিকরা জানিয়েছেন, এই সমস্যা তাঁদের নজরে এসেছে। ঘড়ি ঠিক করার চেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন : সদ্যোজাত সন্তানকে বাড়িতে রেখে SSC-র পরীক্ষায় মা, অবাক করবে চাকরিহারা শিক্ষিকার কাহিনি
কলকাতা মেট্রোর সবথেকে পুরনো লাইনকে ঘিরে ক্ষোভ ক্রমেই বাড়ছে। মেট্রোয় সমস্যা যেন এখন নিত্যদিনকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। উপরন্তু পুজো সামনে এগিয়ে আসায় আরোই চিন্তায় পড়েছেন যাত্রীরা। ওই দিনগুলিতে কী পরিস্থিতি হবে মেট্রোয় সেটাই ভাবাচ্ছে আমজনতাকে।