আধার থেকে মেট্রো পরিষেবা, নভেম্বর থেকেই একগুচ্ছ বদল, বিপাকে পড়ার আগে জানুন আপডেট

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আজ থেকে নভেম্বরের শুরু। আর মাসের প্রথম দিন থেকেই অর্থ সংক্রান্ত একগুচ্ছ বদল হতে চলেছে। মেট্রোর (Kolkata Metro) সময়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিষেবা থেকে আধার সংক্রান্ত নিয়মের বদল হচ্ছে। পাশাপাশি পেনশনের দুটি কাজও এই মাসের মধ্যেই সেরে ফেলতে হবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের। এক নজরে দেখে নিন কী কী পরিবর্তন হচ্ছে।

নভেম্বর থেকেই বদল মেট্রো (Kolkata Metro) পরিষেবায়

কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট লাইনে পরিষেবায় আসছে বড় বদল। শনিবার আরও সকালে শুরু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রোর (Kolkata Metro) পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এতদিন শনিবার করে ১৮৬ টি মেট্রো চলাচল করত। তবে এবার থেকে প্রতি শনিবার করে ২২৬ টি মেট্রো চলবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ গামী প্রথম মেট্রো (Kolkata Metro) পাওয়া যাবে সকাল ৬ টা ৩০ এ। আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রোর সময় এগিয়ে এসে দাঁড়াচ্ছে সকাল ৬ টা ৩২ এ। হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভের শেষ মেট্রোর সময় রাত ৯ টা ৪৫। আর সল্টলেক সেক্টর ফাইভ-হাওড়া ময়দানগামী শেষ মেট্রোর (Kolkata Metro) সময় রাত ৯ টা ৪৭।

Kolkata Metro service to aadhaar card several changes in November

ব্যাঙ্কের নিয়মে বড় পরিবর্তন: ব্যাঙ্কিং ক্ষেত্রেও আসছে বড়সড় পরিবর্তন। ব্যাঙ্কিং আইনের নতুন সংশোধনী কার্যকর হচ্ছে আজ থেকে। এই সংশোধনীর দৌলতে অ্যাকাউন্ট হোল্ডাররা একসঙ্গে চারজন নমিনিকে বেছে নিতে পারবেন আজ থেকেই। পাশাপাশি কোন নমিনি কত শতাংশ টাকা পাবে সেটাও বরাদ্দ করে দেওয়া যাবে। পেনশনের ক্ষেত্রেও আসছে বদল। কেন্দ্র এবং রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট। চলতি মাসের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা না দিলে টাকা পেতে দেরি হতে পারে। পাশাপাশি যেসব কেন্দ্রীয় কর্মচারীরা নতুন পেনশন সিস্টেম থেকে সংযুক্ত পেনশন স্কিমে যেতে চান তাদের নভেম্বরের মধ্যেই সেই কাজ সারতে হবে।

 আরও পড়ুন : পরিকাঠামোয় আমূল উন্নয়ন, মেট্রোর ব্লু লাইনে ভিড় সামলাতে সিগন্যাল ব্যবস্থায় বদল, বরাদ্দ কয়েকশো কোটি!

আধার কার্ডে কী পরিবর্তন আসছে: নভেম্বর থেকেই আধার কার্ডে পরিবর্তন আসতে চলেছে। শিশুদের বাধ্যতামূলক ভাবে বায়োমেট্রিক আপডেটের জন্য যে অর্থটা লাগত তা তুলে নিয়েছে ইউআইডিএআই। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আধার কার্ডের নাম, জন্মতারিখ বা মোবাইল নম্বর আপডেট করতে ৭৫ টাকা লাগবে। অন্যদিকে ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ স্ক্যানের মতো বায়োমেট্রিক ডিটেলসে পরিবর্তন (Kolkata Metro) করতে ১২৫ টাকা লাগবে।

আরও পড়ুন : বাবা আর সৎ মা মিলেই… সঞ্জয় রায়ের ভাগ্নি মৃত্যুর ঘটনায় অপ্রত্যাশিত মোড়!

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কার্ড গ্রহীতারা MobiKwik এবং CRED এর মতো থার্ড পার্টি অ্যাপ দিয়ে শিক্ষা বিষয়ক লেনদেন করে থাকেন তাদের ১ শতাংশ ফি দিতে হবে। এসবিআই কার্ড ব্যবহার করে কোনও ডিজিটাল ওয়ালেটে ১০০০ টাকার বেশি যুক্ত করলে ফি দিতে হবে ১ শতাংশ। অন্যদিকে সূত্রের খবর অনুযায়ী, সমগ্র দেশে লকার চার্জে বদল আনতে চলেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। বিজ্ঞপ্তি জারি করার ৩০ দিন পর থেকে লকারের নতুন চার্জ কার্যকর করা হবে।