রবিবার সকালে ব্লু লাইনে ফের বিপত্তি! ১ ঘণ্টার বন্ধ মেট্রো পরিষেবা, বিপাকে যাত্রীরা

Published on:

Published on:

Kolkata Metro services suddenly stopped on sunday morning
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের আরো একবার ব্লু লাইভে সাময়িকভাবে বন্ধ হল মেট্রো চলাচল (Kolkata Metro)। সকাল ন’টা থেকে যেখানে রবিবার মেট্রো চলাচল শুরু হয়। সেখানে প্রথমেই যান্ত্রিক সমস্যা দেখা দেয়। যার ফলে ময়দান থেকে ব্রিজি স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হয় প্রাথমিকভাবে। এর ফলে সাধারণ যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়।

রবিবার সকালে হঠাৎ বন্ধ মেট্রো চলাচল, যাত্রাপথে বাড়ল বিপত্তি (Kolkata Metro)

রবিবার নির্ধারিত সময়ের পরও মেট্রো চলাচল শুরু না হওয়ায় সমস্যার সম্মুখীন হতে হয় নিত্যযাত্রীদের। শুধুমাত্র ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছিল ব্লু লাইনের মেট্রো (Kolkata Metro)। যার ফলে শহীদ ক্ষুদিরাম, গীতাঞ্জলী, রবীন্দ্র সরোবর, যতীন দাস পার্ক থেকে শুরু করে একাধিক ষ্টেশনে অপেক্ষা করতে থাকে যাত্রীরা। এবং ধীরে ধীরে বাড়তে থাকে স্টেশনে ভিড়। একই সঙ্গে বাড়তে থাকে ভোগান্তী।

Kolkata Metro services suddenly stopped on sunday morning

আরও পড়ুন: উইকএন্ডে বাড়িতেই রেস্তরাঁর স্বাদ! মুরগি জাহাঙ্গিরী বানিয়ে ফেলুন সহজে, রেসিপি রইল

রবিবার এই মেট্রো চলে ব্যাহত থাকার বিষয়ে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল, শনিবার রাত থেকেই পূর্ব নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। আর সেই কাজের কারণে ব্লক বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই কাজ রবিবার সকাল পর্যন্ত চলেছে। আর কর্মীদের সুরক্ষার কথা ভেবেই এই ব্যবস্থা করা হয়েছে। তবে সংযোগ বিচ্ছিন্ন রাখার সময় আরো সামান্য সময় বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক সেই কারণে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছিল।

তবে জানা যায়, এই পরিষেবা স্বাভাবিক হয় সকাল ১০ টা ৮ মিনিটে। তবে এই বিষয়ে বহু যাত্রাই বলছেন, রবিবার সকালে তাদের বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল। বর্তমানে হাওড়ায় শিয়ালদহ মেট্রো জুড়ে যাওয়ায় শহরগামী মানুষদের যাতায়াত অনেকটাই মেট্রোর ওপর নির্ভর হয়ে পড়েছে। সেখানে অনেকেই শহরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য এই মেট্রোর ওপর ভরসা রাখেন। সেই কারণে এক ঘন্টা মেট্রো বন্ধ থাকার কারণে বহু মানুষকে সমস্যার মুখোমুখি হতে হয়েছে। আবার অনেকের গন্তব্যস্থলে পৌঁছতে দেরি ও হয়ে গিয়েছে

তবে এই ছবি প্রথম নয়, এর আগেও একাধিক বার মেট্রোর সমস্যা দেখা দিয়েছে। ব্যস্ত দিনু একাধিকবার এই মেট্রো পরিষেবা সমস্যা হওয়ায়, অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল সাধারণ মানুষদের। এছাড়া নিয়মিত গন্তব্যে পৌঁছানোর জন্য শহরতলীর মানুষ যেহেতু মেট্রোর ওপর নির্ভর করে। তার জন্য এই সমস্যায় যাত্রীরা নির্দিষ্ট সময় গন্তব্যস্থলে পৌঁছতে পারেনি। আর ছুটির দিনই হোক বা ব্যস্ত দিন মেট্রোর (Kolkata Metro) এই সমস্যায় যথারীতি বিব্রত হচ্ছেন সাধারণ মানুষ।