পুজোর ভিড় সামলাতে বিশেষ নির্দেশিকা, চলমান সিঁড়ি ব্যবহারে নতুন নিয়ম চালু করল কলকাতা মেট্রো

Published on:

Published on:

Kolkata Metro strict vigil at gates and stairs for passenger safety ahead of Puja

বাংলা হান্ট ডেস্ক: সামনেই দুর্গাপুজো। ইতিমধ্যে কলকাতায় এই পুজোর স্পষ্ট আমেজ ধরা পড়ছে। তার মধ্যে শহরের অন্যতম গণপরিবহন ব্যবস্থা হল মেট্রো রেল (Kolkata Metro)। এমনিতেই কলকাতা মেট্রো রেলের উপর নির্ভর করে বহু মানুষ যাতায়াত করেন। এবার পুজোয় কলকাতা মেট্রো যাতে ঠিকঠাক যাত্রী পরিষেবা দিতে পারে সেজন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে।

পুজোর আগে যাত্রী সুরক্ষায় কলকাতা মেট্রো গেট-সিঁড়িতে কড়া নজরদারি (Kolkata Metro)

পুজোর দিনগুলিতে কলকাতা মেট্রোয় (Kolkata Metro) ভিড় মাত্রাধিক হয়। আর এবার এই ভিড় নিয়ন্ত্রণে রাখার জন্য ও পরিষেবা নির্বিঘ্ন করতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। ইতিমধ্যে সেই নির্দেশিকাগুলি বোর্ড আকারে প্রতিটি স্টেশনে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে হিন্দি, বাংলা ও ইংরেজি এই তিনটি ভাষাতে নির্দেশিকা গুলো লেখা রয়েছে। যাতে সব যাত্রীদের বুঝতে সুবিধা হয়।

Kolkata Metro strict vigil at gates and stairs for passenger safety ahead of Puja

আরও পড়ুন: পুজোর আগে ফিট লুক পেতে কিটো শুরু করেছেন? বিশেষজ্ঞরা জানালেন কোন ৫টি ভুলে নষ্ট হবে পরিশ্রম

নতুন এই নিয়ম অনুযায়ী, টিকিট কাউন্টার ও গেটের সামনে যাত্রীরা ভিড় করতে পারবেন না। যাত্রীদের সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে। এর পাশাপাশি যাত্রীদের মালপত্রের ওজন ১৫ কেজির মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়িও বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য পথ ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে কলকাতা মেট্রো রেলের তরফ থেকে।

এছাড়াও, চলমান সিঁড়ি ব্যবহার নিয়ে বিশেষ নির্দেশিকা ও দেওয়া হয়েছে। সেই নির্দেশিকা জানানো হয়েছে, যাত্রীদের বামদিকে দাঁড়ানো এবং ডান দিক দিয়ে হাঁটার নিয়ম মানতে হবে। এসকেলেটর থেকে নামার সঙ্গে সঙ্গে পড়তে হবে যাতে পিছনের যাত্রী সহজে নামতে পারে। এর পাশাপাশি মেট্রো চত্বরে মদ্যপ অবস্থায় আসা বা অশ্লীল আচরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

উৎসবের মরশুমে মেট্রোরেলের এই নতুন নির্দেশিকার বিষয়ে এক মেট্রোরেল কর্মকর্তা জানিয়েছেন, রেলওয়ে স্টেশনের মতোই এই বোর্ডের উদ্দেশ্য যাত্রীদের সচেতন করা। পুজোর মরশুমে যাত্রীদের সংখ্যা যেহেতু বেড়ে যায়। তাই যাত্রীদের কথা মাথায় রেখে ও ভিড় নিয়ন্ত্রণ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।