ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে দুঃসংবাদ! উদ্বোধনের জন্য আরও দিন গুনতে হবে শহরবাসীকে

বাংলা হান্ট ডেস্ক : গঙ্গার তলা দিয়ে মেট্রো (Kolkata Metro) নিয়ে মানুষের উৎসাহের অন্ত নেই। দিনকয়েক আগেও সকলের মনে হচ্ছিল যে, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে সবাই। তবে আচমকাই থমকে গেল সেই কাজ। ফের একবার স্বপ্নপূরণের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা তৈরি হল। সূত্রের খবর, কমিশন অফ মেট্রো রেল সেফটি সিদ্ধান্ত নিয়েছে, সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিদর্শনের কাজ।

কমিশনের এই হঠাৎ সিদ্ধান্তে বেশ খানিকটা চমকেই গেছে সকলে। প্রশ্ন উঠছে, কেন পরিদর্শনের কাজে স্থগিতাদেশ দেওয়া হল? সূত্রের খবর, সোমবার এসপ্ল্যানেড-শিয়ালদার পূর্বমুখী টানেলের পরিদর্শন করার পর প্রতিনিধিরা বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। টানেলের অবস্থা দেখে তারা খুশি তো হননিই সেই সাথে খানিক বিরক্তই হয়েছেন বলা চলে।

সূত্রের খবর, টানেল পরিদর্শন বন্ধ রাখার পেছনে মূলত দুটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন মেট্রো আধিকারিকরা। প্রথমত, এসপ্ল্যানেড-শিয়ালদার পূর্বমুখী টানেলের অবস্থা দেখে তারা একেবারেই সন্তুষ্ট নন। দ্বিতীয়ত, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে শাফটের কাজ এখনও বাকি থাকায় সেটাতেও বেশ বিরক্ত তারা। এইদিন টানেল পরিদর্শন করতে গিয়ে তারা দেখেন এখনও কিছু জায়গায় লাইন পাতা বাকি আছে।

আরও পড়ুন : কাজে ফাঁকি দিলেই ১০ হাজার টাকার জরিমানা! নয়া সিদ্ধান্তের পথে নবান্ন, মহা বিপদে সরকারি কর্মীরা

এইসব অসম্পূর্ণ কাজ দেখেই নাকি টানেল পরিদর্শনের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন কমিশন অফ মেট্রো রেল সেফটির প্রতিনিধিরা। প্রসঙ্গত উল্লেখ্য, এসপ্ল্যানেড-শিয়ালদা মেট্রো পরিষেবা শুরু করতে এখনও বেশ খানিকটা সময় লাগবেই। তারমধ্যে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশে বাণিজ্যিক পরিষেবা শুরুর জন্য ওই পূর্বমুখী টানেল আবার ভিষণ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : এবার থেকে পড়ুয়াদের দিতে হবে ২ বার উচ্চমাধ্যমিক পরীক্ষা! নতুন নিয়মের পথে সংসদ, জানুন বিশদে

আসলে সল্টলেক সেন্ট্রাল পার্কের ডিপো থেকে মেট্রো রেক আনার জন্য এই টানেলটিকেই ব্যবহার করা হয়ে থাকে। আর এটিকে ব্যবহার করা হবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশে। সেই জানা যাচ্ছে, কমিশন অফ মেট্রো রেল সেফটির যেসব আধিকারিকরা টানেল পরিদর্শন করে গেছেন তারা পুনরায় আসবেন। তারমধ্যেই টানেলের মধ্যে অসম্পূর্ণ থাকা সমস্ত কাজ সেরে ফেলতে হবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর