বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শেষের দিন কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু ও গ্রীনলাইনে যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ রবিবার স্টেট এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা থাকার জন্য, পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে চলবে অতিরিক্ত মেট্রো। এই বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। অর্থাৎ ১৪ ডিসেম্বর রবিবার গ্রীন ও ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
বদলালো রবিবারের মেট্রো টাইমিং, ব্লু ও গ্রিন লাইনে কখন পাবেন ট্রেন? (Kolkata Metro)
রবিবার রাজ্যজুড়ে স্টেট এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা থাকার দরুন ওই দিন পরীক্ষার্থীদের সুবিধার্থে বাড়ানো হল মেট্রো পরিষেবা (Kolkata Metro)। যার ফলে শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোকতৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে রবিবার ব্লু লাইনে ১৩০ টি মেট্রোর বদলের ঐদিন ট্রেন চলবে ১৪৪ টি। পাশাপাশি গ্রীনলাইনে অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ১০৪টি মেট্রোর বদলে চলবে ১১৮ টি ট্রেন। তবে অরেঞ্জ ও পর্পল লাইনে মেট্রোপরিষেবা চলাচল করবে না।

আরও পড়ুন: শীতের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? রইল পাহাড়, সমুদ্র আর জঙ্গলের সেরা অফবিট ঠিকানা
জানা যায় ১৪ তারিখ ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৭টায়। যেটি অন্যান্য রবিবার শুরু হয় সকাল ৯টায়। অপরদিকে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭:৩ মিনিটে। প্রথম এক ঘন্টা অর্থাৎ ৭ টা থেকে ৮ টা পর্যন্ত কুড়ি মিনিট পরপর মেট্রো পাওয়া যাবে।
এরপর ৮টা থেকে ৯:১৫ মিনিটে অন্তত দুদিক থেকেই মেট্রো চলাচল করবে। পাশাপাশি দিনের বাকি সময় অর্থাৎ রাত পর্যন্ত রবিবারের সময়সূচি মেনেই মেট্রো চলাচল করবে। এছাড়া রাতে মেট্রো পরিষেবা অপরিবর্তিত থাকছে।
অপরদিকে, রবিবার গ্রীন লাইন বা হাওড়া ময়দান থেকে পর্যন্ত প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টায়। অন্যান্য রবিবারের মতো নির্দিষ্ট সময় অন্তর রেখে প্রান্তিক স্টেশন থেকেই মেট্রো ছাড়বে। তবে রাতের মেট্রোর কোন সময়সীমা বদল করা হচ্ছে না। তবে এই রুটে ১৫ ডিসেম্বর সোমবার ফের বাড়ানো হচ্ছে মেট্রো সংখ্যা (Kolkata Metro)।












