অফিসযাত্রীদের জন্য স্বস্তি! ব্লু লাইনে বাড়াল মেট্রো পরিষেবা,নতুন সময়সূচি জানুন

Published on:

Published on:

Kolkata Metro the number of trains on the Blue Line has increased
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতেই যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কলকাতা মেট্রোর তরফ থেকে নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে বৃহস্পতিবার কর্মদিবস অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ব্লু লাইনে মেট্রো (Kolkata Metro) পরিষেবা বাড়াল। আগে যেখানে সোমবার থেকে শুক্রবার ব্লু লাইনে মোট আপ ও ডাউন মিলিয়ে ২৭২ টি মেট্রো চলাচল করতো। সেখানে এবার থেকে পাঁচ দিন মোট ২৮২ টি মেট্রো চলাচল করবে। দেখে নিন সপ্তাহের কবে এবং কখন প্রথম ও শেষ মেট্রো পাবেন এই লাইনে।

মেট্রোযাত্রীদের স্বস্তি, ব্লু লাইনের বাড়ল ট্রেন সংখ্যা নতুন সময়সূচি জানুন (Kolkata Metro)

ভারতের সবচেয়ে পুরনো মেট্রো (Kolkata Metro) লাইন হল কলকাতার উত্তর-দক্ষিণ করিডোর, অর্থাৎ ব্লু-লাইন। তাছাড়া এই মুহূর্তে কলকাতায় মোট ৫টি মেট্রো লাইন চালু আছে। সব মিলিয়ে মেট্রো চলাচল করছে ৭৩ কিলোমিটারের একটু বেশি পথে। এর মধ্যে সবচেয়ে লম্বা লাইনটি হল ৩২.১৩ কিলোমিটার দীর্ঘ উত্তর-দক্ষিণ করিডোর। এছাড়া প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াতের জন্য মেট্রো ব্যবহার করেন। তবে এবার বছর শুরু হতেই, যাত্রীদের কথা মাথায় রেখে ব্লু লাইনে নিয়ে আসা হল অতিরিক্ত মেট্রো। এবার সপ্তাহে পাঁচ দিন ২৭২ টি মেট্রো পরিষেবার বদলে পাওয়া যাবে ২৮২ টি পরিষেবা। দেখে নিন সপ্তাহের কবে, কখন প্রথম ও শেষ মেট্রো পাওয়া যাবে এই লাইনে।

Kolkata Metro the number of trains on the Blue Line has increased

আরও পড়ুন: নতুন বছরের প্রথম ট্রিপ? পুরুলিয়ার অফবিট গ্রাম হতে পারে সেরা চয়েস

সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রথম মেট্রো পরিষেবা:

* ০৬:৫০ মিনিটে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই)

*  ০৬:৫৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)

* ০৬:৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই)

* ০৬:৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)

শেষ পরিষেবাগুলি:

* ২১:২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই)

* ২১:৩৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)

* ২১:৩৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার (নতুন পরিষেবা)

* ২১:৪৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দমদম (কোনও পরিবর্তন নেই)

০৮.০১.২০২৬ তারিখ থেকে ইয়েলো লাইনে অতিরিক্ত সরাসরি পরিষেবা (সোমবার থেকে শুক্রবার)

একইসঙ্গে সপ্তাহের কর্মদিবসের দিনগুলোতে জয় হিন্দ অর্থাৎ বিমানবন্দরের মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবার সংখ্যাও দুটি থেকে বাড়িয়ে পাঁচটি করা হয়েছে। এই পরিষেবায় এসপ্ল্যানেড, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার বা শহিদ ক্ষুদিরামের মতো গন্তব্যে ভ্রমণকারী যাত্রীদের নোয়াপাড়া স্টেশনে ট্রেন পরিবর্তন করতে হবে না (Kolkata Metro)।