বাংলা হান্ট ডেস্ক: কলকাতা ঐতিহ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম। এবার সেই লাইনে হতে চলেছে মেট্রোরেল ব্যবস্থা (Kolkata Metro)। কিন্তু বউবাজারে বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে আরও সাবধান হতে চাইছে রেল বিকাশ নিগম। ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিকল্পের অন্তর্গতশিয়ালদহ থেকে এক্সপ্ল্যানেড পর্যন্ত ভূগর্ভে টানেল বোরিং মেশিন নিয়ে কাজ করতে গিয়ে বড়সড়ো বিপর্যয় হয়েছিল বউবাজারে। যার ফলে ভেঙে পড়েছিল বহু বাড়ি। এমনকি সেই ক্ষতি এখনো অব্দি ভুলতে পারেনি কলকাতাবাসিরা। তাই সেই ঘটনা থেকে শিক্ষা নিতে চাইছে রেল বিকাশ নিগম (Rail Vikas Nigam Ltd)।
ভিক্টোরিয়া ও ফোর্ট উইলিয়ামকে মাথায় রেখেও শুরু হচ্ছে মেট্রোর কাজ (Kolkata Metro)
ইস্ট ওয়েস্ট মেট্রো পরিকল্পনার অন্তর্গত শিয়ালদহ থেকে এক্সপ্লানের পর্যন্ত ভূগর্ভের টানের বোরিং মেশিন নিয়ে কাজ করতে গিয়ে বড়োসড় বিপর্যয় হয়েছিল বউবাজার। এই বিপর্যয়কে মাথায় রেখে এবার খিদিরপুর থেকে পার্ক স্ট্রীট পর্যন্ত মাটির নিচে দেশে বৃহত্তম টানেল বোরিং মেশিন কাজ শুরু করার আগেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে আরভিএনএল (Rail Vikas Nigam Ltd)।
সূত্রের খবর, জোকা-এক্সপ্লানেট মেট্রো করিডোরের অন্তর্গত একদিকে যেমন খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশনে প্রথম দফার কাজ শুরু হবে। পাশাপাশি ভিক্টোরিয়া স্টেশন থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত কাজ হবে। এই পুরো কাজটাই হচ্ছে ভূগর্ভে টানের বোরিং মেশিন দিয়ে। ইতিমধ্যে এই কাজ শুরু হয়ে গিয়েছে। এমনকি, জমি জটিলতা কাটিয়ে খিদিরপুরে বোরিং মেশিন ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫ মিটার নিচে সুরঙ্গ খননের কাজ শুরু করেছে। এই খনন কাজ শুরু করার পাশাপাশি একাধিক সর্তকতা মূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা যায়, ৯ মিটার দীর্ঘ দুটি টানেল বোরিং মেশিন মোট ১৭২৩ মিটার পথ খনন করছে। এই মেশিনটির একটি নাম ‘দুর্গা’ অপরটি ‘দিব্যা’। এই মেশিন নিয়ে কাজের ক্ষেত্রে একগুচ্ছ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ডালনা অথবা কোপ্তা নয়, ‘গাছপাঁঠা’ দিয়ে বানান বিরিয়ানি জানুন রেসিপি
জানা যায়, এই খননের কাজ চলাকালীন একেবারে সামনের খননকারি অংশের ও যেসব অংশে যুক্ত করা হবে সেখানে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এছাড়াও জোড়ার মুখে রবারের মতো এক ধরনের বিশেষ সীল ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সুরঙ্গ খননের সময় বাইরের আবরণ গলে যাতে কাঁদা জল ঢুকতে না পারে তার জন্য এই রবারের বিশেষ সিলটি ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে টানেল বোরিং মেশিনের লেজের দিকে টেল। এছাড়াও স্ক্রিন গ্রিজ লাইনিং তৈরির ব্যবস্থা থাকছে। পাশাপাশি ভূ-গর্ভে টানেল বোরিং মেশিন কাজের নজরদারির জন্য বসানো হয়েছে একাধিক ক্লোজ সার্কিট ক্যামেরাও।