বাংলাহান্ট ডেস্ক : বড়সড় ভোলবদল হয়েছে কলকাতা মেট্রোর (Kolkata Metro)। নতুন রুট উদ্বোধনের সঙ্গে সঙ্গে পুরনো রুটগুলিতেও আনা হয়েছে ইতিবাচক পরিবর্তন। আর এবার হাওড়া ময়দান মেট্রো (Kolkata Metro) স্টেশনে যুক্ত হল নতুন দুই AFC গেট। এর মাধ্যমে বিশেষ সুবিধা পেতে চলেছেন গ্রিন লাইনের যাত্রীরা।
হাওড়া ময়দান মেট্রো (Kolkata Metro) স্টেশনে নতুন সুবিধা
অটোমেটেড ফেয়ার কালেকশন গেট আরও দুটি যুক্ত করা হয়েছে হাওড়া ময়দান মেট্রো (Kolkata Metro) স্টেশন এলাকায়। এই গেট গ্রিন লাইনের যাত্রীদের জন্য বড় স্বস্তি এনেছে। এই নতুন গেট গুলির ফলে পেইড এলাকা থেকে সরাসরি পেইড এলাকায় যেতে সুবিধা হবে। এতে যাতায়াত হবে অবাধ। সেই সঙ্গে নতুন দুটি গেট যুক্ত হওয়ায় যত্ন হওয়ার পর যাতায়াতের ক্ষেত্রেও বড় প্রভাব পড়বে মেট্রো (Kolkata Metro) স্টেশনে।
কতগুলি গেট রয়েছে: বর্তমানে হাওড়া ময়দান মেট্রো (Kolkata Metro) স্টেশনে যে নতুন গেট যুক্ত হয়েছে, এর ফলে মোট AFC গেটের সংখ্যা দাঁড়িয়েছে ১০ এ। দুটি গেট রয়েছে শুধুমাত্র প্রবেশের জন্য, ৩ টি গেট রয়েছে বেরোনোর জন্য। ৫ টি গেট হল দ্বিমুখী গেট যা স্মার্ট কার্ড, টোকেন এবং কিউআর কোড ভিত্তিক টিকিট সহ যাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে। এই ৫ টি গেটের মধ্যেও আবার ৩ টি হুইলচেয়ারের যাত্রীদের জন্য রয়েছে।
আরও পড়ুন : ‘আল্লাহ বা নবিকে যদি…’, প্রধান বিচারপতিকে জুতো ছোঁড়ার ঘটনায় ‘কম কথা বলা’র পরামর্শ প্রাক্তন বিচারপতি কাটজুর
কী সুবিধা মিলবে: এই গেট গুলিতে টোকেন, স্মার্ট কার্ড পাঞ্চ করা যাবে। প্রতি মিনিটে ৪৫ জন যাত্রী থাকতে পারবেন এই গেটে। তবে যাত্রীদের অনেকেরই দাবি, শুধু হাওড়া ময়দান মেট্রো (Kolkata Metro) স্টেশন নয়, হাওড়া মেট্রো এবং মহাকরণ মেট্রো স্টেশনেও প্রয়োজন নতুন গেট। কাগজের কিউআর কোড সম্বলিত টিকিট সমস্যা তৈরি করছে বলে অভিযোগ যাত্রীদের একাংশের।
আরও পড়ুন : ভোটের জন্য এগোচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমেস্টার, সিলেবাস শেষ করার চিন্তায় মাথায় হাত শিক্ষকদের
পাশাপাশি মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক জানান, ‘আমার মেট্রো’ অ্যাপের মাধ্যমে স্মার্ট কার্ড বুক করায় জোর দেওয়া হচ্ছে। টিকিট কাউন্টারে লম্বা লাইন এড়াতে, যাত্রীরা স্মার্ট কার্ড, মোবাইল কিউআর টিকিট ব্যবহার করতে পারেন। আর অ্যাপের মাধ্যমে এই স্মার্ট কার্ড রিচার্জ করলে ৫% ছাড়ও মেলে।