বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজোয় প্যান্ডেল হপিংয়ের জন্য গণপরিবহনের অন্যতম জনপ্রিয় মাধ্যম মেট্রো (Kolkata Metro)। প্রতি বছরই প্রচুর মানুষ পুজো পরিক্রমার জন্য ভরসা করেন মেট্রোর উপরে। এবার রুট বৃদ্ধি পাওয়ায় ভিড় আরও বাড়তে পারে বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। এমতাবস্থায় পুজোর কটাদিন কখন থেকে কখন চলবে মেট্রো (Kolkata Metro), জানিয়ে দিল কর্তৃপক্ষ।
পুজোর সময় কখন পাওয়া যাবে মেট্রো (Kolkata Metro)?
ব্লু লাইনের ক্ষেত্রে পঞ্চমীর দিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর মোট ২৬২ টি মেট্রো (Kolkata Metro) পরিষেবা পাওয়া যাবে। সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত চলবে মেট্রো, এর মধ্যে পিক আওয়ার ফ্রিকোয়েন্সি ৬-৭ মিনিট। প্রথম পরিষেবা মিলবে শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৮ টায়, মহানায়ক উত্তম কুমার-দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৮ টায়, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৮ টায়, নোয়াপাড়া-শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৮ টায়। শেষ পরিষেবা মিলবে শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রাত ১০ টা ৪৭ এ, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রাত ১০ টা ৪৮ এ, শহিদ ক্ষুদিরাম-দমদম (Kolkata Metro) পর্যন্ত রাত ১১ টায়।
ব্লু লাইনের সময়সূচী প্রকাশ্যে: ষষ্ঠী অর্থাৎ ২৮ সেপ্টেম্বর মোট ২৪৬ টি পরিষেবা মিলবে। প্রথম পরিষেবা শুরু হবে শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর (Kolkata Metro) পর্যন্ত সকাল ৯ টায়, মহানায়ক উত্তম কুমার-দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৯ টায়, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৯ টায়, নোয়াপাড়া-শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৯ টায়। শেষ পরিষেবা মিলবে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম পর্যন্ত রাত ১০ টা ৪৮ এ। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রাত ১০ টা ৫১ এ, শহিদ ক্ষুদিরাম-দমদম পর্যন্ত রাত ১১ টায়।
আরও পড়ুন : ‘তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক’, ছবি মুক্তির আগে ‘বুম্বা’ প্রসেনজিৎকে বাংলায় শুভেচ্ছা বিগ বি-র
প্রকাশ্যে এল সময়সূচী: সপ্তমী, অষ্টমী এবং নবমীতে মোট ২৪৬ টি মেট্রো (Kolkata Metro) পরিষেবা পাওয়া যাবে। এই তিনদিন প্রথম পরিষেবা মিলবে শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর পর্যন্ত দুপুর ১ টায়, গীতাঞ্জলি-দক্ষিণেশ্বর দুপুর ১ টায়, মহানায়ক উত্তম কুমার-দক্ষিণেশ্বর পর্যন্ত দুপুর ১ টায়, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দুপুর ১ টায়, দমদম-শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দুপুর ১ টায়, শ্যামবাজার-শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দুপুর ১ টায় এবং নোয়াপাড়া-শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দুপুর ১ টা থেকে। শেষ পরিষেবা (Kolkata Metro) পাওয়া যাবে শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ৩ টে ৪৭, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রাত ৩ টে ৪৮ এবং শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত ভোর ৪ টে পর্যন্ত।
আরও পড়ুন : নাম শুনলে ভক্তি জাগবে না মনে, কিন্তু স্বাদে অবিকল ইলিশ! কম দামে এই মাছ কিনতে হুড়োহুড়ি
দশমী মোট ১৩২ টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। প্রথম পরিষেবা শুরু হবে শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর পর্যন্ত দুপুর ১ টায়, মহানায়ক উত্তম কুমার-দক্ষিণেশ্বর পর্যন্ত দুপুর ১ টায়, দমদম-শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দুপুর ১ টায়, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দুপুর ১ টায়, নোয়াপাড়া-শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দুপুর ১ টায়। এদিন শেষ মেট্রো পরিষেবা মিলবে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম পর্যন্ত রাত ৯ টা ৪৮ পর্যন্ত, শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ৯ টা ৫০ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম-দমদম পর্যন্ত রাত ১০ টা পর্যন্ত।