বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র বাকি এক সপ্তাহ। তারপরই শুরু হবে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। প্রতিবারের মতন এবারও মেট্রোয় (Kolkata Metro) মাঝি গলার জায়গা থাকবে না। আরো একটা প্রশ্ন মাথায় ঘুরছে সকলের। ঠিকঠাক ভাবে মেট্রো চলবে তো? কারণ, দক্ষিণ প্রান্তের কবি সুভাষের টার্মিনাল স্টেশন মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর থেকে নতুন রুট খোলার সঙ্গে সঙ্গে যাত্রীদের ভিড় বৃদ্ধির পর ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েছে কলকাতা মেট্রো।
পুজোর চতুর্থী থেকে মেট্রো সময়সূচি, যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য (Kolkata Metro)
মহালয়ার আগে, মেট্রো কর্তৃপক্ষের (Kolkata Metro) এক বিবৃতিতে জানানো হয়েছে দক্ষিণেশ্বর ও শহীদ ক্ষুদিরাম এর মধ্যে পরিষেবা বিলম্বিত হওয়ার কারণগুলি চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি শহীদ ক্ষুদিরাম ও কবি সুভাষ স্টেশনের মধ্যবর্তী অংশটি ব্লক করে সেখানে থালি রেক গুলিকে ডাউন প্লাটফর্ম এর মাধ্যমে আপ লাইনে ঘোরানো হচ্ছে।
আরও পড়ুন: মহালয়ার আগের দিন অপরিবর্তিত সোনার দাম, ১ গ্ৰাম হলুদ ধাতু কিনতে কত পড়বে?
এর ফলে অতিরিক্ত সময় নামার কারণে ডাউন ট্রেনগুলি (Train) আটকে পড়ে। পাশাপাশি ৮-১০ মিনিট অন্তর মেট্রো চালানোর পরিকল্পনা করেছে। তবে পূজোর সময় স্বাভাবিকভাবে পরিষেবা দেওয়ার ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ।
তবে এই সমস্যার সমাধানের জন্য, একটি নতুন টাইম টেবিল তৈরি করা হয়েছে। যেখানে বর্তমানে মেট্রোরেলের ১৩৬ টি ডাউন ট্রেনের মধ্যে ৩২ টি বিপরীতমুখী করার পরিকল্পনা করছে। যাতে পিক আওয়ারে ৫ মিনিট অন্তর ও লিঙ্ক টাইমে ৭ মিনিট অন্তর ট্রেন পাওয়া যায়।
আর এর ফলে, দক্ষিণেশ্বর ও শহীদ ক্ষুদিরাম এর মধ্যে প্রায় ২৭২ পরিষেবা চালু করা সম্ভবনার কথা হচ্ছে। চারটি করিডোর চালু থাকবে। তবে টিকিট সংগ্রহের জন্য সীমিত সংখ্যক কাউন্টার (Kolkata Metro) খোলা থাকবে।