বাংলাহান্ট ডেস্ক : বড়সড় বদল হচ্ছে কলকাতা মেট্রোয় (Kolkata Metro)। একদিকে যেমন বিভিন্ন রুটে মেট্রো সম্প্রসারণ হচ্ছে, তেমনই অন্যদিকে আমূল বদল আসতে চলেছে কলকাতা মেট্রোর ব্লু লাইনে। যাত্রীরা সুবিধার জন্য নতুন করে সাজানো হচ্ছে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাত্রাপথ। আর এবার ব্লু লাইনের ক্ষেত্রে মেট্রো (Kolkata Metro) স্টেশনের সমস্ত স্বয়ংক্রিয় গেট বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বয়ংক্রিয় গেট নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর (Kolkata Metro)
কলকাতা মেট্রোর সবথেকে পুরনো লাইনে একাধিক সমস্যার অভিযোগ করেছেন নিত্যযাত্রীরা। এর মধ্যে অন্যতম সমস্যা স্বয়ংক্রিয় গেট সিস্টেম। মূলত কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালু হওয়ার পর থেকেই স্বয়ংক্রিয় গেটে সমস্যা হতে শুরু করে। তাড়াহুড়োর সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় গেট খুলতে সমস্যা হচ্ছে। মেট্রো (Kolkata Metro) সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সেই ২০১১ সালে অধিকাংশ মেট্রো স্টেশনে বসানো হয়েছিল এই স্বয়ংক্রিয় গেটগুলি। এত বছরের পুরনো গেট হওয়ায় যন্ত্রাংশও পাওয়া যায় না সবসময়। তাই এবার বড় পদক্ষেপ নিয়েছে মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ।

কী অভিযোগ যাত্রীদের: যাত্রীদের অভিযোগ, মেট্রো (Kolkata Metro) থেকে নেমে এই স্বয়ংক্রিয় গেটগুলি দিয়ে বেরোতে সমস্যা হয়। গেট খুলতে না চাইলে লম্বা লাইন পড়ে, ফলত যাত্রীদের সমস্যা হয় তাড়াহুড়োর সময়। অভিযোগ, কাগজের টিকিট ভাঁজ হয়ে গেলে তার কিউআর কোড আর উদ্ধার করতে পারে স্বয়ংক্রিয় গেটের সিস্টেম। এমনকি অনেক স্টেশনে স্মার্ট কার্ড ছোঁয়ালেও গেট খুলতে চায় না বলে অভিযোগ। এই কারণেই এবার গেটগুলি প্রতিস্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর।
আরও পড়ুন : কড়া শাসনে মানুষ প্রণীল, ১৮-য় পড়তেই ছেলের মুখে শ্যাম্পেন তুলে দিলেন রচনার স্বামী! ভাইরাল ভিডিও
কতগুলি স্টেশনে আসবে বদল: মেট্রো (Kolkata Metro) সূত্রে খবর, ২৫ টি স্টেশনে মোট ১৩৩ টি নতুন গেট বসানো হবে। মাস কয়েকের মধ্যেই গেটগুলি সব বদলে ফেলা হবে খবর। উল্লেখ্য, কাগজের টিকিটের সমস্যা এড়াতে গেটে আধুনিক চিপ লাগানো হয়েছে। কিন্তু তাতেও পুরোপুরি সমস্যা দূর হয়নি। তাই গেটগুলি বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।
আরও পড়ুন : একবারেই জালে ৬০ মণ ইলিশ! ৮০০ গ্রামের রূপোলি শষ্য কত টাকায় বিকোলো? অঙ্কটা শুনলে চমকাবেন
জানা যাচ্ছে, বরানগর, দক্ষিণেশ্বরের মতো নতুন স্টেশনে অবশ্য এখনই নতুন গেট বসবে না। প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে গেট খুলতে দেরি হয় অনেক সময়। যার ফলে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলে হুড়োহুড়ি পড়ছে। এদিকে মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, কাগজের যে অংশে কিউআর কোড রয়েছে সেই অংশটা ঠিক জায়গা মতো ছোঁয়াচ্ছেন না যাত্রীরা। আবার বারবার চেষ্টা করলে পরে স্মার্ট কার্ড ছোঁয়ালেও নেটওয়ার্ক সমস্যার জেরে গেট খুলতে চাইছে না। তবে যাত্রীদের অভিযোগের মুখে পড়ে অবশেষে গেট বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে।













