বাংলা হান্ট ডেস্ক: আর কয়েকটা দিন, তারপরে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। প্রতিবার দুর্গাপুজোর দিন গুলোতে যাত্রীতে সুবিধার কথা মাথায় রেখে কলকাতা মেট্রো রেল এর তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয় (Kolkata Metro)। এবারও সেই পদক্ষেপ গ্রহণে অন্যথা হয়নি। এবারের পুজোর দিনগুলিতে যাতে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া যায় সেটাই এখন মেট্রোরেলের কাছে বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
যাত্রীদের জন্য সুখবর! পুজো উপলক্ষে কলকাতা মেট্রোর বাড়তি সুবিধা (Kolkata Metro)
পুজোর কথা মাথায় রেখে, কলকাতার দক্ষিণ প্রান্তের কবি সুভাষ মেট্রো স্টেশনটি যাত্রীদের সুরক্ষার বিষয় ভেবে বন্ধ রাখা হয়েছে। তবে এই সমস্যা এড়িয়ে ও দুর্গা পুজোর সময় সুষ্ঠু পরিষেবা দিতে দারুণ পরিকল্পনা নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ (Kolkata Metro)। মেট্রোরেলে তরফ থেকে মনে করা হচ্ছে, এই নতুন পদক্ষেপ গুলির ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা কিছুটা হলেও উন্নত সুবিধাজনক হবে।
আরও পড়ুন: দুর্গাপুজোয় জমে উঠুক ভোজ, মুগডাল পনিরের স্বাদে মাতুক পরিবার, জানুন প্রণালী
কলকাতা মেট্রো রেলের কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, এর আগে কবি সুভাষ মেট্রো স্টেশন টু বন্ধ থাকার জেরে খালি রেগ গুলি কবি সুভাষ ডাউন প্লাটফর্ম এর দিক থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। তারপর শহীদ ক্ষুদিরাম স্টেশনের আপ লাইনে প্ল্যাটফর্মে আনা হচ্ছিল এই রেটগুলিকে।
এর ফলে অতিরিক্ত রুট ও রিভার্সালের সময় প্রায় ৫-৮ মিনিট বাড়ছে। যা ডাউনলোড লাইনের গুলি চলাচলের ক্ষেত্রে দেরী করিয়ে দিচ্ছিল। এর পাশাপাশি ডাউনলোড লাইনের ট্রেন গুলি চলাচলের মধ্যে বড়সড় ব্যবধানও তৈরি হয়েছিল।
এছাড়াও মহানায়ক উত্তম কুমার স্টেশন কে রিভার্সালের একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। টালিগঞ্জে মেট্রোরেলের কারসিটি ও নতুনভাবে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে রেড গুলি রক্ষণাবেক্ষণে কাজ চলবে। এর পাশাপাশি মোট ১৩৬ টি ডাউন ট্রেনের মধ্যে ৩২ টি ট্রেন টালিগঞ্জ রিভার্সাল হয়ে যেতে হবে।