মেট্রোর বিস্তার! আগামী এক বছরে ট্র্যাকে যোগ হচ্ছে আরও ১৯ কিমি পথ

Published on:

Published on:

Kolkata Metro to run on new route adding 19 km

বাংলা হান্ট ডেস্ক: কলকাতাবাসীর জন্য সুখবর। আগামী এক বছরের মধ্যে মেট্রো ট্রাকে যোগ হতে চলেছে আরও ১৯ কিঃমিঃ পথ। অর্থাৎ ২০২৬ ডিসেম্বরের মধ্যে মহানগরের লাইফ লাইনের দৈর্ঘ্য আরও বাড়তে চলেছে। তবে এখানে কলকাতা মেট্রো রেলের অগ্রগতি থেমে থাকবে না। জানা যায় কয়েক বছরের মধ্যে মহানগরের মেট্রো পথের বিস্তার হবে ১৩০ কিলোমিটার। আর এমনটাই জানিয়েছেন সংস্থা জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র।

নতুন রুটে দৌড়াবে মেট্রো, যুক্ত হচ্ছে ১৯ কিমি (Kolkata Metro)

১৯৮৪ সালের ২৪ অক্টোবর কলকাতার কলকাতায় প্রথম মেট্রো পরিষেবা শুরু হয়েছিল। তখন তার রুট ছিল মাত্র ৩.৫ কিলোমিটার দৈর্ঘ্য। দীর্ঘ ৪১ বছর পর ২০২৫ নভেম্বর এসে কলকাতা মেট্রোর (Kolkata Metro) বিস্তার হয় ৭২ কিলোমিটার। তবে এখানে কিন্তু কলকাতা মেট্রো রেলের অগ্রগতি থেমে থাকছে না। কয়েক বছরের মধ্যে কলকাতা মহানগরে মেট্রো পথের বিস্তার হতে চলেছে প্রায় ১৩০ কিলোমিটার।

Kolkata Metro to run on new route adding 19 km

আরও পড়ুন: সকালে খালি পেটে ওজন কমাতে কী খাবেন? জিরে না জোয়ান, চিকিৎসকদের মতামত

তবে শুধুমাত্র বিস্তারের নিরিখের সামনে দিল্লি মেট্রো। কিন্তু দেশের রাজধানীকে অবশ্য টেক্কা মারার কাজ অতটাও সহজ নয়। দিল্লিতে মেট্রো রুটের দৈর্ঘ্য প্রায় ৩৫২ কিলোমিটার। সেখানে কলকাতার স্থান অনেকটাই পিছিয়ে রয়েছে। তবে দেশে প্রথম মেট্রোপরিসেবার শুরু হয়েছিল যে শহরকে কেন্দ্র করে। সেখানে মেট্রো বিস্তার থেমে নেই। ধীরে ধীরে তার হার অনেকটাই বৃদ্ধি পাচ্ছে।

যদিও কয়েক মাস আগে কলকাতা মেট্রোর মানচিত্র গ্রীন ও ইয়েলো লাইন এর সংযুক্ত করনের ফলে দৈনিক যাত্রী সংখ্যা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এই বিষয়ে শুভ্রাংশু মিশ্র জানান, আগামী দিনের কলকাতা মেট্রো সম্প্রসারণ আরও বাড়তে চলেছে। ২০২৬ ডিসেম্বরের মধ্যে ১৯ কিলোমিটার পথ যুক্ত হতে চলেছে শুধুমাত্র মেট্রোর অরেঞ্জ লাইনে।

এছাড়া পার্পেল অর্থাৎ জোকা থেকে বিবাদীবাগ লাইনে খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত অংশে রেক চালানোর জন্য ইতিমধ্যে কাজ হচ্ছে। এছাড়া ইয়ালো লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশে এখন যাত্রী পরিবহন চলছে। তবে এবার শুরু হতে চলেছে বিমানবন্দর থেকে বারাসাত দিকের রুট সম্প্রসারণের কাজ। কলকাতা মেট্রো (Kolkata Metro) তরফ থেকে জানানো হয়েছে, মেট্রো ৫৭ কিলোমিটার রুট ইতিমধ্যে সম্প্রসারিত করেছে রেল বোর্ড। যার মধ্যে ২৯ কিলোমিটারের পথের কাজ চলছে।

তবে শুধু রুট সম্প্রসারণ করে যে যাত্রীদের সন্তুষ্ট করা যাবে তা নয়। সেটা ভালো করেই বুঝতে পারছেন মেট্রো যাত্রীরা। গত কয়েক মাসে এমন কোন সপ্তাহ পাওয়া যায়নি যেখানে মেট্রো (Kolkata Metro) থেকে নির্বিঘ্ন পরিষেবা পাওয়া গিয়েছে। কারণ কোন না কোন যান্ত্রিক সমস্যা বর্তমানে লেগেই রয়েছে মেট্রো পরিষেবায়। তাছাড়া ব্লু লাইনে ভয়াবহ পরিষেবা নিয়মিত যাত্রীদের ভোগাচ্ছে। তবে এই রুট বিস্তারের পাশাপাশি এইসব বিষয়ে গুরুত্ব দেওয়া বিশেষভাবে প্রয়োজন বলে মনে করছেন নিত্যযাত্রীরা।